ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির (ডিসিডিএস) ‘২০২৪-২৫’ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী মো : শাহাদাত হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী আবু বকর সাঈম। রোববার (৬ই অক্টোবর ) ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও ক্লাবের চিফ মডারেটর অধ্যাপক মোঃ আক্তারুজ্জামান ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির ২৫ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেন।
ডিসিডিএস'র অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন, সহ সভাপতি (প্রশাসন) মাহমুদুল হাসান অর্নব, সহ সভাপতি (বিতর্ক ও কর্মশালা) ইবনে মাসউদ স্বরুপ, সহ সভাপতি (তথ্য ও গবেষণা) জাহিদ হোসেন হৃদয়। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ফয়সাল, আহসান ফয়েজ নাহিয়ান, মো. তৌহিদুজ্জামান। সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান পাভেল, দপ্তর সম্পাদক রবিউল চোকদার, বিতর্ক সম্পাদক (বাংলা) এ এস এম সায়েম, বিতর্ক সম্পাদক (ইংরেজি) সাকিব হোসেন, অর্থ সম্পাদক জিহাদ হোসাইন, প্রচার সম্পাদক ইমরান হোসাইন, প্রকাশনা সম্পাদক সাগর খান দিপু, লিয়াজো ও যোগাযোগ সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ওমর ফারুক, পরিকল্পনা ও অনুষ্ঠান সম্পাদক ফখরুল ইসলাম তুহিন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মুনসি কাদের, পাঠাগার সম্পাদক আমিনুর রশিদ এবং নির্বাহী সদস্য হিসেবে চারজনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি'র নবগঠিত কমিটির সভাপতি মো: শাহাদাত হোসাইন বলেন,ঢাকা কলেজকে গৌরবের সাথে প্রতিনিধিত্বকারী অন্যতম স্বনামধন্য এবং ঢাকা কলেজের একমাত্র কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। টেলিভিশন বিতর্কসহ জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কলেজের বিতার্কিকরা তাদের প্রতিভার ঝলক দেখিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। এমন একটি সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি নিজেকে সম্মানিত মনে করছি। আমার উপর আস্থা রাখার জন্য ঢাকা কলেজ প্রশাসন, মডারেটর প্যানেল এবং ডিসিডিএস এর সিনিয়র ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা ইতোমধ্যে আন্তঃহল, আন্তঃবিভাগ এবং একই সাথে জাতীয় পর্যায়ে আন্তঃকলেজ ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। এসকল পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই।
আমি দীর্ঘদিন যাবৎ ডিসিডিএস এর সাথে যুক্ত আছি। আমার প্রথম কমিটিতে আমি বিতর্ক সম্পাদক এবং দ্বিতীয় কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। তবে দুঃখের বিষয় হচ্ছে ক্লাবের সাথে আমার সম্পৃক্ততারও বহু আগে থেকেই ক্লাবের কোনো ভালো অফিসকক্ষ নেই। যেকারণে আমরা কার্যক্রম পরিচালনায় প্রতিনিয়ত বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছি। আমাদের নবনিযুক্ত প্রিন্সিপাল অধ্যাপক এ কে এম ইলিয়াস স্যার আমাদেরকে অফিসকক্ষ বরাদ্দ দেবার আশ্বাস দিয়েছেন। আমরা এই আশ্বাসের দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।কার্যনির্বাহী সংসদ ২০২৪-২৫ এ যেসকল বিতার্কিক এবং সংগঠকবৃন্দ দায়িত্ব পেয়েছেন সকলকে প্রাণঢালা অভিনন্দন। সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ডিসিডিএস এর সাথে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। দ্রোহের অনলে পুড়ে যাক সব বাধা, যুক্তি হোক পাথেয়।
সংগঠনটির দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সাঈম বলেন,ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ঐতিহ্যবাহী ঢাকা কলেজের দীর্ঘদিনের সফল ও স্বনামধন্য সংগঠন।এই সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারা আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আমি মনে করি, এই পদটি শুধু আমার নয়, বরং আমরা যারা বিতর্কে বিশ্বাস করি, সত্যের পক্ষে কথা বলি এবং যুক্তির মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি, আমাদের সকলের। আমি ডিবেটিং সোসাইটির সকল সদস্যকে সাথে নিয়ে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে এবং বিতর্ক চর্চার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে লক্ষ্যে সকলের সহযোগিতা ও শুভকামনা প্রার্থনা করছি।
২৪ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮৫ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
১০৮ দিন ২৪ মিনিট আগে
১১০ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে
১১৮ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২১ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৩২ দিন ৩৯ মিনিট আগে
১৩৫ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে