ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের (গোমতী) কমিটি গঠন করা হয়েছে। গতকাল ০১ ডিসেম্বর (রোববার) উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত মোতাবেক ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান'কে সভাপতি এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. রাসেল সরকার'কে সাধারণ সম্পাদক করে ১৪৫ বিশিষ্ট সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে সিনিয়র সহ সভাপতি জামাল হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল হাসান, সাংগঠনিক সম্পাদক আবু কাউসার দপ্তর সম্পাদক: আব্দুল্লাহ আল ফাহাদ এবং প্রচার সম্পাদক বশির হাসান জিসান দায়িত্ব পালন করবেন।
নির্বাচিত সভাপতি মেহেদী হাসানকে বর্তমান কমিটির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি দৈনিক দেশচিত্রকে বলেন, উপদেষ্টা ও সাবেক ভাইয়েরা আমার উপর যে বিশ্বাস রেখে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে আমি তা পালন করতে সর্বাত্মক চেষ্টা করে যাব। ঢাকা কলেজে আমাদের একটা পরিবারের সম্পর্ক গড়ে তুলতে যা কিছু করার দরকার তা আমরা সবাই মিলে বাস্তবায়ন করবো ইনশা-আল্লাহ।
সাধারণ সম্পাদক রাসেল সরকার দৈনিক দেশচিত্রকে বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের বাস্তবে রূপ দিতে সুনিপুণ পরিকল্পনা অনুযায়ী কাজ করতে আমরা প্রস্তুত থাকব। সকলের প্রচেষ্টায় আমরা সবাই আলোকিত হয়ে থাকবো।
উল্লেখ্য, ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদ ২০১৯ সাল থেকে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরিতে অগ্রনী ভূমিকা রাখবে বলে আশাবাদী উপদেষ্টা মণ্ডলীর।
২৩ দিন ১৪ ঘন্টা ১২ মিনিট আগে
৮৪ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০৭ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে
১০৯ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১৭ দিন ৬ ঘন্টা ২৮ মিনিট আগে
১২০ দিন ২০ ঘন্টা ১১ মিনিট আগে
১৩১ দিন ১ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩৪ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে