কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করলেন মানবতার আহবান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিল পবিপ্রবির নতুন বাসে ভুল বানান: দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অবহেলার অভিযোগ শেরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু বোতল কাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারি মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ফিলিস্তিন দখলের ৭৭ বছর পূর্ণ হলো মোংলা বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকারক “মুন্না এন্টারপ্রাইজ”এর মালিককে খুঁজছে কাস্টমস বেইজ বিল্ড ডিজিটাল একাডেমিতে দুই দিন ব্যাপী ইংরেজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগর সুপেয় পানির দাবিতে ব্যতিক্রমধর্মী এক ম্যারাথন সাবেক বর্তমান জবিয়ানদের সমাগমে কাকরাইলে জনস্রোত নামাজ শেষে জবি শিক্ষার্থীদের সমাবেশ শুরু ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ৩টি ড্রেজার মেশিন, ৪টি টাওয়ারসহ পাইপ ধ্বংস করা হয়

ঢাকা কলেজস্থ গাজীপুর জেলা ছাত্র কল্যাণের দায়িত্বে মিল্টন -ফয়সাল

অমিত হাসান - রিপোর্টার

প্রকাশের সময়: 07-01-2025 02:36:37 pm

ঢাকা কলেজস্থ গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশিকুল হক মিল্টন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র ফয়সাল প্রধান।


নতুন সভাপতি আশিকুল হক মিল্টন দেশচিত্রকে বলেন, "গাজীপুর জেলা ছাত্রকল্যাণের জন্য আমার প্রথম লক্ষ্য হলো শিক্ষার্থীদের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। আমরা চেষ্টা করবো যেন শিক্ষার্থীরা শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সামাজিক, সাংস্কৃতিক এবং মানসিক উন্নতির জন্যও উপযুক্ত পরিবেশ পায়। আমি আশা করি, আমাদের সংগঠন ছাত্রদের কল্যাণে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠবে এবং আমরা একসঙ্গে নতুন সম্ভাবনা এবং সাফল্য অর্জন করতে পারবো।


সাধারণ সম্পাদক ফয়সাল প্রধান বলেন, "শিক্ষার্থীদের কল্যাণে সবসময় পাশে আছি। সাংগঠনিক ভাবে আমাকে যে দ্বায়িত্ব প্রদান করা হয়েছে তা যথাযথভাবে পালন করার জন্য সকলের সহযোগীতা কাম্য। পারস্পারিক অংশীদারত্বের ভিত্তিতে ঢাকা কলেজস্থ গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ পৌঁছে যাবে অনন্য উচ্চতায় এই আশাবাদ ব্যক্ত করছি।"


নির্বাচিত কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন নেতৃত্ব গাজীপুর জেলা ছাত্রদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণের পরিকল্পনা করেছে এবং শিক্ষার্থীদের উন্নয়নে একযোগে কাজ করার জন্য অঙ্গীকার করেছেন।

আরও খবর






ঢাকা কলেজের স্মৃতিময় দিনগুলো

১৭৬ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে