ঢাকা কলেজস্থ গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আশিকুল হক মিল্টন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের ছাত্র ফয়সাল প্রধান।
নতুন সভাপতি আশিকুল হক মিল্টন দেশচিত্রকে বলেন, "গাজীপুর জেলা ছাত্রকল্যাণের জন্য আমার প্রথম লক্ষ্য হলো শিক্ষার্থীদের সমস্যাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। আমরা চেষ্টা করবো যেন শিক্ষার্থীরা শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সামাজিক, সাংস্কৃতিক এবং মানসিক উন্নতির জন্যও উপযুক্ত পরিবেশ পায়। আমি আশা করি, আমাদের সংগঠন ছাত্রদের কল্যাণে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠবে এবং আমরা একসঙ্গে নতুন সম্ভাবনা এবং সাফল্য অর্জন করতে পারবো।
সাধারণ সম্পাদক ফয়সাল প্রধান বলেন, "শিক্ষার্থীদের কল্যাণে সবসময় পাশে আছি। সাংগঠনিক ভাবে আমাকে যে দ্বায়িত্ব প্রদান করা হয়েছে তা যথাযথভাবে পালন করার জন্য সকলের সহযোগীতা কাম্য। পারস্পারিক অংশীদারত্বের ভিত্তিতে ঢাকা কলেজস্থ গাজীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ পৌঁছে যাবে অনন্য উচ্চতায় এই আশাবাদ ব্যক্ত করছি।"
নির্বাচিত কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে। নতুন নেতৃত্ব গাজীপুর জেলা ছাত্রদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণের পরিকল্পনা করেছে এবং শিক্ষার্থীদের উন্নয়নে একযোগে কাজ করার জন্য অঙ্গীকার করেছেন।
২৩ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৮৪ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০৭ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
১০৯ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে
১১৭ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১২০ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
১৩১ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩৪ দিন ৯ ঘন্টা ১১ মিনিট আগে