দেশে ধীরে ধীরে ডেঙ্গু'র প্রকোপ বাড়ছে।এর'ই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনামূলক কর্মসূচী হাতে নিয়েছে ঢাকা কলেজ ছাত্রদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ হল শাখার পক্ষ থেকে শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় কলেজ মাঠ এই কর্মসূচী শুরু করা হয়।
উক্ত কর্মসূচীতে অংশ নেন কেন্দ্রীয় ছাত্রদলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান ও ঢাকা কলেজ নর্থ হলের ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেন, ডেঙ্গুর কারণে প্রতিবছর'ই মানুষের মৃত্যুবেড়েই চলছে।
এজন্য ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের রক্ষায় ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে এ অভিযান পরিচালনা করছে তাতে আমি জাতীয়বাদী'র একজন ক্ষুদ্র কর্মী হয়ে গর্বিত। ডেঙ্গুর লার্ভা থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসকে মুক্ত করতে তারা চেষ্টা করছে। এজন্য তাদের ধন্যবাদ জানায়। ছাত্রদল সবসময় ছাত্রদের জন্য কাজ করে,ছাত্রদের মঙ্গলে সব সময় ছাত্রদের পক্ষে আছে।এদেশের ক্রান্তিকালে ঢাকা কলেজ ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছে ভবিষ্যতেও রাখবে।
কর্মসূচি'র মেইন স্টান্ড ঢাকা কলেজ উত্তর হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন বলেন, ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে আজকের এই কর্মসূচী পরিচালনা হচ্ছে। গত কয়েকদিন যাবৎ আমরা পুরো ক্যাম্পাসে মশার প্রচুর উৎপাত লক্ষ্য করলাম। এর মধ্য সাউথ হলের একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যা আমাদের জন্য উদ্বেগের বিষয়! এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে, ছাত্রদল যথার্থ কর্মসূচি হাতে নিলে হয়তো এর প্রাদুর্ভাব কিছুটা কমবে। এটা পুরোপুরি নির্মুল করতে আমরা ধাপে ধাপে কর্মসূচি দিব। এছাড়া সমাজসেবামূলক যেকোনো কার্যক্রমে অংশ নিব। ইতিমধ্যে আমরা অলরেডি একটা ভর্তি সহায়তা কাযক্রম পরিচালনা করেছি। এর ধারাবাহিকতায় আজকে ডেঙ্গু প্রতিরোধ কাযক্রম হাতে নিয়েছি। এরকমভাবে সাধারণ শিক্ষার্থী সম্পৃক্ত হবে এমন সব সামাজিক কার্যক্রমে ছাত্রদল এগিয়ে আসবে।
ফরহাদ হোসেন হল শাখা এর সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন বলেন,আমরা চাই ক্যাম্পাসে সবসময় স্বাস্থ্যসম্মত পরিবেশ থাকুক।আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে মানবিক কাজ করে যাব। জাতীয়তাবাদী ছাত্রদল একটি মানবিক সংগঠন। তাই আমরা মানবিকতা এবং ভালবাসা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করতে চাই।
◾ছাত্রদলের কর্মসূচি নিয়ে ঢাকা কলেজ ছাত্রদের ভাবনা-
ঢাকা কলেজের ৪র্থ বর্ষের ছাত্র ইমরান বলেন,ছাত্রদল আজকে ক্যাম্পাস আঙ্গিনায় যে "ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি" করেছে,সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি এই কাজকে স্বাগত জানায়। আসলে সাধারণ শিক্ষার্থী হিসাবে আমরা চাই ছাত্র রাজনীতির সংগঠনগুলো এমন কাজ করুক, যাতে ছাত্র সমাজ উপকৃত হয়। আজ তেমনি একটি কাজ করেছে ছাত্রদল। ছাত্রদল যদি তাদের এমন পজিটিভ কাজ গুলো অব্যাহত রাখে তাহলে সাধারণ ছাত্রদের মধ্যে ছাত্রদলের গ্রহনযোগ্যতা বৃদ্ধি পাবে।
ঢাকা কলেজের ৩য় বর্ষের ছাত্র আফজালুল হাসানের মতে,সুষ্ঠু ধারা'র রাজনীতি করতে হলে সামজিক ও সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে হবে। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হওয়া ও বিপদে এগিয়ে আসা সকল ছাত্র সংগঠনের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
ছাত্রদলের ডেঙ্গু নিধন কর্মসূচি'র ফলে সাধারণ ছাত্রদের মধ্যে ব্যাপক সচেতনতা বৃদ্ধি পেয়েছে।সকল ছাত্র সংগঠনকে পজিটিভ কাজের মাধ্যমে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মনে জায়গা করে নিতে হবে।
২৪ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮৫ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
১০৮ দিন ২৪ মিনিট আগে
১১০ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে
১১৮ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২১ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৩২ দিন ৩৯ মিনিট আগে
১৩৫ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে