গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন ভ্যান চালককে খুন করে পালানোর সময় ডাকাত গ্রেফতার নন্দীগ্রামে দিগন্ত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত-৬ গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীর বিরুদ্ধে মানববন্ধন। বানারীপাড়ায় গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ সেনবাগে কর্মরত সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের উন্নয়ন সংলাপ ও ঈদ পুনর্মিলনী আদমদীঘিতে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১ মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের ঈদ পূনর্মীলনী অনুষ্ঠিত। লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত

তরুণ কলাম লেখক ফোরাম ঢাকা কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

সভাপতি আকিব - সাধারণ সম্পাদক বিশাল সাহা

◾ শিক্ষা ডেস্ক :


তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার ২০২২-২৩ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।


মঙ্গলবার (১৬ আগস্ট) ঢাকা কলেজ শাখার সভাপতি মোঃ আকিব হোসাইন ও সাধারণ সম্পাদক বিশাল সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের ঢাকা কলেজ শাখার সদ্য সাবেক সভাপতি 'মাহমুদুল হাসান ইজাজ ' ২০২২-২৩ কার্যবর্ষের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।




এর আগে গত ১০ আগস্ট বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ শাখা ২০২২-২৩ কার্যবর্ষের জন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আকিব হোসাইন সভাপতি এবং প্রাণিবিদ্যা বিভাগের বিশাল সাহাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এসময় তাদের আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়। সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আজ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।


আগামী এক বছরের জন্য গঠিত কমিটিতে অন্যান্যরা হলেন- সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রসেনজিৎ চন্দ্র শীল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়েদ আফ্রিদী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ রামীম, সহ সাংগঠনিক সম্পাদক মো. রোমান মিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হক হাসান, অর্থ সম্পাদক: লুৎফর রহমান লাভলু, দপ্তর সম্পাদক মো. আল-আমিন, উপ দপ্তর সম্পাদক মো. আজিম মিয়া, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক জুয়েল রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অমিত হাসান। এছাড়া সম্পাদকীয় পর্ষদ এর দায়িত্বে আছেন মো. আকাদুল্লাহ ও মো. সাইফুদ্দিন সাইমন।


সংগঠনের সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি হয়েছেন ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আকিব হোসাইন। তিনি বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সর্বদা সৃজনশীল কার্যক্রম পরিচালনার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তরুণ লেখকরা মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণার্থে কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত লেখালেখির মাধ্যমে দেশের যেকোনো সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরছে। ভবিষ্যতে দেশের একজন সুদক্ষ লেখক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে এ সংগঠন ব্যাপক ভূমিকা রাখবে।


সাধারণ সম্পাদক বিশাল সাহা বলেন, লেখালেখি তারুণ্যের হাতিয়ার। যেটার মাধ্যমে চাইলে যেকেউ সমাজ, রাষ্ট্র ও পৃথিবীর সকল অসঙ্গতিকে দূর করতে পারে পারে। আমার বিশ্বাস তরুণ লেখকরা তাদের শাণিত কলম দিয়ে লেখালেখি করে তাদের মধ্যে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত করতে পারবে। সেই সাথে নিজেকে একজন প্রকৃত লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হবে। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের একজন লেখক হিসেবে আমি আমার উপর অর্পিত দায়িত্ব সুনিপুণভাবে পালন করতে চাই।


প্রসঙ্গত, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা লাভ করে তরুণদের লেখার সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি



আরও খবর






ঢাকা কলেজের স্মৃতিময় দিনগুলো

১৩২ দিন ৩৮ মিনিট আগে