◾ অমিত হাসান
আজ বৃহস্পতিবার ২৫ আগস্ট "সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়" স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখায় আয়োজিত হয়েছে লেখালেখি বিষয়ক উন্মুক্ত আড্ডা ও চা চক্র । ঢাকা কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ফোরামের নিবন্ধিত সদস্য ছাড়াও লেখালেখিতে আগ্রহ রয়েছে ঢাকা কলেজের এমন বেশ কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন । অনুষ্ঠানের শুরুতে সবাই নিজ নিজ পরিচয় প্রদান করে ফোরাম নিয়ে নিজেদের ভাবনার কথাগুলো তুলে ধরেন।
সংগঠনটির ঢাকা কলেজ শাখার বর্তমান সভাপতি মো. আকিব হোসাইন তাঁর স্বাগত বক্তব্যে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সকল সদস্য, সংগঠক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংগঠনটির ঢাকা কলেজ শাখা প্রতিষ্ঠায় মু, সায়েম আহমাদ, মাহমুদুল হাসান এজাজসহ বর্তমান ও সাবেক সকলের অবদান তুলে ধরেন । তাছাড়া তিনি নবীন লেখকদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন,'পত্রিকার পাতায় সমাজের বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি তুলে ধরার মাধ্যমে সমাজে পরিবর্তন আনা সম্ভব' ।
অনুষ্ঠানটির প্রশ্নোত্তর পর্বে লেখালেখিতে আগ্রহী নবীনেরা উপস্থিত বক্তাদের লেখালেখি বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন এবং বক্তারা তাঁদেরকে সেগুলোর যথাযথ উত্তর প্রদান করেন । অনুষ্ঠান শেষে ফটোসেশন পর্ব ও চা-নাস্তার ব্যবস্হা করা হয়।
উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংগঠনটির সহ সভাপতি প্রসেনজিৎ চন্দ্র শীল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হক হাসান, দপ্তর সম্পাদক মোঃ আল-আমিন এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অমিত হাসান, সম্পাদকীয় পর্ষদের সদস্য মোঃ সাইফুদ্দীন সাইমন উপস্থিত ছিলেন ।
২৪ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৮৫ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে
১০৮ দিন ২৩ মিনিট আগে
১১০ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে
১১৮ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১২১ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩২ দিন ৩৮ মিনিট আগে
১৩৫ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে