যশোর ঈদগাহ ময়দানে শনিবার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের যশের জেলা কতৃক আয়োজিত জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ২০২৪ এর জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সুফল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিকট পৌঁছে দেয়ার লক্ষ্যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে শোষণমুক্ত, বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়া বর্তমান সময়ের দাবি। এ অবস্থার প্রেক্ষিতে উপনিবেশিক মানষিকতা মুক্ত, মানবিক মূল্যবোধ সম্পন্ন পরমত সহিষ্ণু, সহাবস্থানে বিশ্বাসী, সৎ, দক্ষ, দেশপ্রেমিক, সৃজনশীল ও যোগ্য নাগরিক তৈরির জন্য শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা শাখার পক্ষ থেকে সকল স্তরের শিক্ষকদের ন্যায় সংগত দাবি মেনে নেয়ার জন্য আজকের যশোর জেলা শিক্ষক সম্মেলন থেকে অর্ন্তবর্তী সরকারের নিকট জোর দাবি জানানো হয়।।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষকদের উদ্দেশ্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন,পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। নৈতিক শিক্ষাকে তারা সংকুচিত করে। তারা সবচেয়ে নিকৃষ্ট সিলেবাস চালু করে দেশকে জাহান্নামের আগুনে নিপতিত করেছে। তিনি অবিলম্বে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. শাহজাহান মাদানী, যশোর-কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক উপদেষ্টা ড. আলমগীর বিশ্বাস, যশোর জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল ও আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম।
সংগঠনের যশোর জেলার সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজার সভাপতিত্বে সম্মেলনের আরো বক্তৃতা করেন হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম, সম্মিলনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক পরিষদের জেলা সভাপতি নুর ই আলী নুর মামুন, কলেজ শিক্ষক পরিষদের জেলা সভাপতি জয়নাল আবেদীন, মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, কারিগরি শিক্ষক পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আবু আহমেদ প্রমুখ।
সম্মেলনে যশোর এমএম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, যশোরে কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও যশোরকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করাসহ ১৪ দফা দাবি জানানো হয়।
দাবি সমূহ হলো: ১.আজকের এ সম্মেলন মনে করে শিক্ষা ক্ষেত্রে সরকারি ও বেসরকারির মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণে সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণ করতে হবে ২। জাতীয়করণ না হওয়া পর্যন্ত সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় এম পি ও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসাভাতাসহ অন্যান্য সকল সুযোগ সুবিধা চাকুরী বিধি অনুযায়ী প্রদান করতে হবে ৩। বেসরকারি এম পি ও ভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ-উল-আজহার পূর্বেই ১০০% বোনাস দিতে হবে।৪। বিগত ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে বরখাস্তকৃত সকল শিক্ষক ও কর্মচারীদের বকেয়া পাওনাদিসহ স্বপদে বহাল করতে হবে-যাঁরা অবসরে গেছেন তাঁদের ক্ষতিপূরনসহ সকল পাওনাদি পরিশোধ করতে হবে ৫। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকদের বেতনভাতা নবম গ্রেড ও সহকারি শিক্ষকদের দশম গ্রেডে প্রদান করতে হবে ৬। যশোর সরকারি এম এম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উন্নিত করতে হবে ৭। এ সম্মেলন আরো মনে করে, বাংলাদেশের সকল রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে যশোর অগ্রণী ভূমিকা পালন করে থাকে, সেহেতু যশোরকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা যশোর বাসির প্রাণের দাবি ৮। যশোর বাংলাদেশের একমাত্র ফুল উৎপাদনকারি জেলা। দেশের সিংহভাগ সবজি যশোরে উৎপাদন হয়ে থাকে, এমতাবস্থায় ফুল ও সবজির বহুমুখি ব্যবহার ও উপযোগিতা সৃষ্টির জন্য গবেষণার প্রয়োজন। ফুল ও সবজির উন্নয়ন ও বহুমুখীকরণের লক্ষ্যে যশোরে কৃষি প্রযুক্তি নির্ভর একটি কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি ৯। জেষ্ঠ্য প্রভাষক নয়, আট বছর পূর্ণ হলেই বেসরকারি কলেজ ও মাদ্রাসার প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে উন্নিতকরণ ও সহযোগী অধ্যাপক ও অধ্যপকের পদ সৃষ্টি করতে হবে ১০। বেসরকারি এম পি ও ভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকুরি থেকে অবসর গ্রহনের ছয় মাসের মধ্যে কল্যাণ ও অবসর তহবিলের টাকা পরিশোধ করার জোর দাবি জানাচ্ছি ১১। কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করে বেতন ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে ১২। শিক্ষাক্ষেত্রে সকল ধরনের বৈষম্য দূরীকরণ, নৈতিক ও ধর্মিয় মূল্যবোধের আলোকে শিক্ষা ব্যবস্থা প্রণয়নের জন্য শিক্ষা কমিশন গঠন করতে হবে ১৩। প্রতি গ্রামে সরকারিভাবে স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে ১৪। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা করা ও সরকারিভাবে জমি বরাদ্দ দিতে হবে।দাবীসমূহ পেশ করেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা
৬ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে