ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:-ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। এর আগে ৯ নভেম্বর লে-অফ ঘোষণা করার সময় ১৫ নভেম্বর বকেয়া বেতন দেয়ার কথা ছিল বলে শ্রমিকরা জানিয়েছে।
মঙ্গলবার সকালে লে-অফকৃত এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।
জানা যায়, আগের নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার শ্রমিকরা বেতনের জন্য কারখানার গেটে গেলে আগামি ২৫ নভেম্বর বেতন দেয়ার নোটিশ দেখতে পায়। এ সময় তারা বিক্ষুব্ধ হয়ে প্রায় দু’ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শিল্পপুলিশ মালিক পক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
কারখানা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ভালুকা উপজেলার হবিরবাড়ি এলাকায় অবস্থিত এক্সিকিউটিভ এ্যাটায়ার লিমিটেড নামের কারখানাটিতে সঠিক সময়ে পোষাক রফতানি না হওয়া, বায়ার কর্তৃক কার্যাদেশ প্রত্যাহার এবং নতুন কার্যাদেশ না দেয়ার কারণে কারখানা কর্তৃপক্ষ প্রচুর লোকসান ও আর্থিক ক্ষতি হয়।
অপরদিকে এ সকল কারণে ব্যাংক কোনো আর্থিক সহযোগিতা না করায় কারখানাটি গত ৯ নভেম্বর থেকে লে-অফ ঘোষণা করে।
৫৬০ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫৬২ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
৫৭৭ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
৫৯৪ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
৫৯৪ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬০১ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
৬২১ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে