ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:ভালুকায় ‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে মানবন্ধন ও রোকেয়া দিবস উদযাপন করা হয়।
জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান ড. সেলিনা রশিদ প্রমুখ। অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে চার জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
৫৬০ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
৫৬২ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
৫৭৭ দিন ১৭ ঘন্টা ১০ মিনিট আগে
৫৯৪ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে
৫৯৪ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬০১ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে
৬২১ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে