কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকররিয়ায় পিকনিকের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত রয়েছেন আরও ২৫ জন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭টার দিকে চকরিয়ার উত্তর হারবাং আজিজ নগর কলাবাগান এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মো. মহিউদ্দিন, আবু বক্কর, জয়নাল এবং রিদুয়ান মাঝি। এরমধ্যে মহিউদ্দিন, আবু বক্কর ও জয়নালের বাড়ি কক্সবাজারের চকরিয়া হারবাং ইউনিয়নের সামাজিক পাড়ায় এবং রিদুয়ান মাঝির বাড়ি একই ইউনিয়নের হরমুহুরী পাড়ায়।
স্থানীয়রা জানান, কক্সবাজার অভিমুখী যাত্রীবাহী পিকনিকের একটি বাস ও লোহাগাড়া মুখি যাত্রীবাহী লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে লোহাগাড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। নিহতারা সবাই বিল্ডিংয়ের ঢালাই কাজে লোহাগাড়ায় আসছিলেন বলে জানা গেছে।
এদিকে এ ঘটনার খবর পেয়ে চিরিঙ্গা হাইওয়ে পুলিশ দোহাজারি হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
১১ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৫ দিন ১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
১২৩ দিন ৩৩ মিনিট আগে
১৪৭ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫৫ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১৫৫ দিন ৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৬৩ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে
১৬৪ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে