দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন উপলক্ষ্যে চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল জব্বার চৌধুরী তার নির্বাচনী ইসতেহার ঘোষণা করেছেন। ৩ জানুয়ারী (বুধবার) বিকালে তার প্রধান নিবার্চনী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীর পক্ষে প্রধান নির্বাচনী এজেন্ট ও দক্ষিণ জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমানুর রশিদ হিরু এই ইশতেহার পাঠ করে শুনান সাংবাদিকদের। সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে তার পরিকল্পনা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আবদুল জব্বার চৌধুরী। এ সময় তিনি বলেন, আগামী ৭ই জানুয়ারী ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চন, চট্টগ্রাম-১৪, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) নিবার্চনী এলাকায় নাগরিক কমিটির মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইনশাআল্লাহ জনগণের প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে ‘‘জনতার শক্তি, অপ্রতিরোধ্য গতিতে নব-জাগরণের প্রত্যয়ে আমার স্বপ্ন ও কর্মপরিকল্পনা আপনাদের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি। তিনি আরো বলেন, সমৃদ্ধ ও স্মার্ট আসন গঠনের লক্ষ্যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, কৃষিখাতে ব্যাপক উন্নয়ন, মানসম্পন্ন শিক্ষাবিস্তার, উন্নত শিক্ষা, স্বাস্থ্য সেবা প্রদান ও মান উন্নয়ন, সকল পেশাজীবিদের জন্য কাজ করার উন্নত পরিবেশ সৃষ্টি, নিরবিচ্ছিন্ন বিদ্যুতায়ন, চৌকিদার ফাড়ি ব্রীজ, নদী ও খাল খনন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স, হিমাগার তৈরি, সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, প্রতিটি ইউনিয়নে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করণ, আন্তর্জাতিক মানের ট্যুরিস্ট স্পট, দেশি-বিদেশী বিনিয়োগের মাধ্যমে পরিত্যক্ত অবকাঠামোগুলো সংস্কার ও উন্নয়ন করে কার্যকর করাসহ সংসদীয় এলাকার জনমানুষের কল্যাণে প্রতিটি সেবামূলক উদ্যোগ গ্রহণ করা এবং সরকারি সেবা একসাথে পেতে চন্দনাই-সাতকানিয়া আংশিক নামে একটি এ্যাপস তৈরিসহ ৩০টি উন্নয়নমূলক কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ—সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস ইসলাম খান, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরী, বরমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ধর্মপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াছ চৌধুরী, কেওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুনির চৌধুরী, দোহাজারীর সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, হাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা শেখ টিপু চৌধুরী, শওকত হোসেন ফিরোজ, অতিরিক্ত পি.পি. এড.নজরুল ইসলাম, খাগরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজা চৌধুরী, দক্ষিণ জেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন বাপ্পি, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলমগীরুল ইসলাম, যুবলীগ নেতা মাহমুদুর রহমান নয়ন, জসিম, জহির চৌধুরী প্রমুখ।
৮৩ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে
১০০ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
১১২ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১১৭ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
১১৭ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
১২৬ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩৯ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬৭ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে