চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এসবিএম ইটভাটায় ডাকাতি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২১ জানুয়ারি দিবাগত গভীর রাতে ১০/১৫ জনের মুখোশ পরা একদল ডাকাত সাতবাড়িয়া ইউনিয়নের নাজিরহাট সংলগ্ন হাজী আসহাব মিয়ার মালিকানাধীন এস বি এম ইটভাটায় ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন মুখোশ পরা ডাকাতেরা ইটভাটাই থাকা ম্যানেজারসহ অন্যান্যদের হাত-পা বেঁধে রেখে অফিসে থাকা নগদ ২ লক্ষ টাকা, সিসি ক্যামেরা, কম্পিউটার ডিভাইস এবং অন্যান্য যন্ত্র মিলে আড়াই লক্ষ টাকার মালামাল নিয়ে যায় তারা। ডাকাতি করে চলে যাওয়ার সময় তাসবীহ ট্রেডার্স নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানেও ডাকাতি করেছে বলে জানা যায়। এ ব্যাপারে চন্দনাইশ থানার ওসি তদন্ত যুযুৎসহ যস চাকমা বলেছেন, তিনি মৌখিকভাবে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ব্যাপারটি তদন্ত করছেন বলেও জানান। তবে, বিষয়টি ডাকাতি কিনা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন তিনি। ইটভাটার মালিককে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছেন। কিন্তু প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ লিপিবদ্ধ হয় নাই বলে জানা যায়।
৮৩ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে
১০০ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
১১২ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১১৭ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
১১৭ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
১২৬ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩৯ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬৭ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে