চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা চাগাচর গ্রামের ভাড়া বাসায় পারিবারিক কলহের জের ধরে মো. সাকিব (২৫) তার শয়ন কক্ষে সিলিং প্যানের সাথে ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।
২৯ জানুয়ারি (সোমবার) থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাকিবের ঝুলন্ত লাশ উদ্ধার করে। সাকিব কুমিল্লার মুরাদ নগর এলাকার মো. বাদশা মিয়ার ছেলে বলে জানা যায়। স্থানীয়ভাবে জানা যায়, সাকিব একজন ভাসমান কাপড় ব্যবসায়ী। ১ বছর পূর্বে কুমিল্লা কাশিপুর মোহনা গ্রামের শাহ আলমের মেয়ে মোছাম্মৎ তানিয়া আকতার (২৩)’কে প্রেম করে বিয়ে করে। গত ১ মাস পূর্বে তানিয়া ঝগড়া করে বাপের বাড়িতে চলে যায়। তানিয়া ফিরে না আসায় অপমানে সাকিব আত্মহত্যা করে বলে জানিয়েছেন তার পিতা মো. বাদশা মিয়া। বাদশা মিয়া নগরীর বন্দরে চাকরী করে তার শ্বশুর বাড়ি চন্দনাইশ দোহাজারীতে। সে সুবাদে দোহাজারীতে স্থায়ীভাবে বসবাস করার লক্ষে কিছু জায়গা ক্রয় করেন। সে জায়গা রক্ষণাবেক্ষণের জন্য ৬ মাস পূর্বে দোহাজারী চাগাচর এলাকায় ভাড়া ঘরে বসবাস শুরু করে। এস. আই বিল্লাল হোসেন বলেছেন, তারা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ছুরতকাল রিপোর্ট তৈরি করেন। মৃত সাকিবের পিতা ময়না তদন্ত ছাড়া লাশ দাফনে অনুমতি নেয়ায় লাশটি ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য তার পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।
৮৩ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে
১০০ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
১১২ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১১৭ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
১১৭ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
১২৬ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩৯ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬৭ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে