চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সারাদেশের মত চন্দনাইশের ১০টি কেন্দ্রে একযোগে এসএসসি সমমান পরীক্ষা শুরু হয়, শেষ হয় বেলা ১টায়। এবারে চন্দনাইশের ৮টি কেন্দ্রে এসএসসি ও ১টি করে ২টিতে দাখিল এবং ভোকেশনালের মোট পরীর্ক্ষাথীর সংখ্যা ছিল ৩ হাজার ৯’শ ৯৫ জন। গতবারের তুলনায় এবার পরীর্ক্ষাথীর সংখ্যা কমেছে। বিভিন্ন কারণে ৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা।
‘এবার এসএসসি পরীক্ষা সর্ম্পূণ অসংগতিমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করতে চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম ও সহকারি কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা সকাল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা চলাকালীন সংশ্লষ্টি কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন বলে জানা যায়।
৮৩ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১০০ দিন ৯ ঘন্টা ৮ মিনিট আগে
১১২ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে
১১৭ দিন ১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১১৭ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে
১২৬ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৩৯ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
১৬৭ দিন ৬ ঘন্টা ৪০ মিনিট আগে