পড়া বুঝিয়ে দেওয়ার কৌশলে শিক্ষকের শয়নকক্ষে নিয়ে গিয়ে ২১ ফেব্রুয়ারি রাতে পূর্ব ছৈয়দাবাদ হাশিমপুর ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইয়াছিনের ছেলে মো. কাউসার (১০) নামক এক ছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে শিক্ষক বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন ১নং ওয়ার্ডের মৃত আবুল বসরের ছেলে মো. আব্দুর রশিদ (২২)কে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। ২৫ ফেব্রুয়ারি শিক্ষার্থীর পিতা থানায় এসে মামলা করলে শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ছৈয়দাবাদ আর রাহমাহ ইসলামিক একাডেমি মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎ যশ চাকমা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক আদর করে মুখে চুমু দিয়েছে বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হলে আটককৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়।
৮৩ দিন ১২ ঘন্টা ৪১ মিনিট আগে
১০০ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
১১২ দিন ৩ ঘন্টা ২৮ মিনিট আগে
১১৭ দিন ১০ ঘন্টা ২১ মিনিট আগে
১১৭ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
১২৬ দিন ২১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩৯ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৬৭ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে