চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শাজাহানপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মণ পলিথিন জব্দ !!! চৌদ্দগ্রাম হোটেল টাইম স্কয়ার এবং হোটেল তাজমহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. কাঠের জীপ গাড়ি তৈরি করে তাক লাগিয়েছন অভয়নগরের আসলাম হোসেন ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ফিলিস্তিনিদের পক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ক্লাস-পরীক্ষা বন্ধ শ্যামনগরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা ইসলামপুরে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ইউএনওর অ্যাকশন নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ রাজবাড়ীতে ৭৫ পুড়িয়া হেরোইন সহ মাদকারবারি গ্রেফতার। রেমিট্যান্সে নতুন রেকর্ড, মার্চে এলো ৩২৯ কোটি ডলার ক্ষেতলালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বাংলাদেশকে দেখার নেশায় ছুটছেন কুবির রাফি গাজায় নৃশংস হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষনা: তিতুমীরের শিক্ষার্থীদের । লাখাইয়ে গ্রামের যুবমহল স্মার্টফোনের ছোঁয়ায় আজ ধ্বংসের প্রান্তে। গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন শান্তিগঞ্জে মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ পরবর্তী পুরস্কার বিতরণ ও বিদায় অনুষ্ঠান অতিরিক্ত যাত্রীতে যমুনায় নৌকাডুবি : ৩ দিন পর ভেসে উঠেছে নিখোঁজ ব্যক্তির লাশ রাজবাড়ীতে ক্রুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহৃত ২ জন

চান্দিনার গল্লাইয়ে অবৈধ ড্রেজার জব্দ করতে গিয়ে তোপের মুখে ম্যাজিস্ট্রেট: আহত ১, আটক ২

কুমিল্লার চান্দিনায় অবৈধ ড্রেজার জব্দ করতে গিয়ে তোপের মুখে পড়েন ম্যাজিস্ট্রেট এর দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার। বৃহস্পতিবার (১৫ জুন) বিকাল ৩টায় উপজেলার গল্লাই ইউনিয়নের গল্লাই উত্তর পশ্চিম পাড়া রব মেম্বারের বাড়ির পাশে ওই ঘটনা ঘটে। এসময় ড্রেজার মালিকের লোকজন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের নৈশ প্রহরী মো. আরজ কে মারধর করে। আরজ চোখে ও হাতে আঘাত পায়। বৃহস্পতিবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।

এদিকে ঘটনার পর অভিযান চালিয়ে মীরাখোলা গ্রামের মৃত কদম আলীর ছেলে দিদার হাসান ও শাহ আলম এর ছেলে নূরে আলম কে আটক করে চান্দিনা থানা পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, গল্লাই গ্রামের মৃত আবু ইউসুফ এর ছেলে আলাউদ্দিন গল্লাই উত্তর পশ্চিম পাড়ায় রব মেম্বারের বাড়ির পাশে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তেলন করছিলেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত পৌঁছে ড্রেজারের মেশিন ও মালামাল জব্দ করছিলেন। এসময় ড্রেজার মালিক এর ভাই জসিম উদ্দিনসহ তাদের লোকজন এবং স্থানীয় আরও কিছু লোকজন মিলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাঁধা দেয়। এসময় তারা একজন সরকারি কর্মচারীকে মারধর করে। পরে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার জানান, উপজেলার কয়েকটি স্থানে অবৈধভাবে ড্রেজার চালিয়ে মাটি উত্তোল করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলাম। গল্লাই গ্রামে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়। পরে ড্রেজারের মেশিন ও মালামাল জব্দ করার জন্য সঙ্গীয় আনসার ও স্টাফদের নির্দেশনা দেওয়া হয়। পাইপ অনেক দূর পর্যন্ত বিলের দিকে গেছে। সেখান থেকে পাইপগুলো জব্দ করার সময় আমার স্টাফ আরজকে মারধর করে ড্রেজার মালিকের লোকজন।

তিনি আরও জানান, আরজ চোখে ও হাতে আঘাত পেয়েছে। সাবল দিয়ে আরজকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ তুলেন। এব্যাপারে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছিল।

এদিকে ড্রেজার মালিকের ভাই মো. জসিম উদ্দিন বলেন-ড্রেজার ভঙচুর করার সময় আমি তাদেরকে বলেছিলাম যা ভেঙেছেন থাক। আর ভাঙবেন না। কিন্তু তারা আমাদের কোন কথা শুনেনি। এদিকে সন্ধ্যায় তার বাড়িতে একটি পক্ষ হামলা চালিয়েছে বাড়ি-ঘর ভাঙচুর করেছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে ২ জন কে আটক করেছি।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল বলেন-ঘটনার সাথে জড়িত ২জনকে আটক করা হয়েছে। নিয়মিত মামলা দায়ের করা হবে।

আরও খবর