কুমিল্লার চান্দিনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত এমপি।
এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, জেলা পরিষদ সদস্য অধ্যাপক বজলুর রহমান, সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি ও চান্দিনা সার্কেল) এনায়েত কবির সোয়েব, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন খাঁন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার নুরজাহান আক্তারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম, জোয়াগ ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মহিউদ্দিন, চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, ডা. ফিরোজা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক খুরশীদ আলম, বড়গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, পশ্চিম বেলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভীন আক্তার।
বক্তারা বলেন, দেশ ও জাতির জন্য বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর অপরিসীম ত্যাগ, তিতিক্ষা ও অবদানের জন্য জাতি তাঁকে বঙ্গমাতা খেতাবে ভূষিত করেছে। স্বাধীনতা আন্দোলনসহ বাংলাদেশের সার্বিক ক্ষেত্রে বঙ্গমাতার এ অসামান্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও জাতীয় ইতিহাসের সকল পর্যায়ে বঙ্গবন্ধু এবং দলীয় নেতাকর্মীদের অনুপ্রেরণা, শক্তি, সাহস, মনোবল ও সঠিক পরামর্শের উৎস হয়ে উঠেছিলেন বঙ্গমাতা বেগম মুজিব।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকার, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার নাছিমা আক্তার, কেরনখাল ইউপি চেয়ারম্যান সুমন ভূইয়া, বাতাঘাসী ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান প্রমুখ।
২৮১ দিন ১২ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৭৫ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৮৪ দিন ২০ ঘন্টা ৪ মিনিট আগে
৩৯০ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে
৪০৭ দিন ১৫ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪১২ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
৪১৮ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪২০ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে