কক্সবাজার শহরে তলপেটে লাথির আঘাতে হাসপাতালে কাতরাচ্ছেন গর্ভবতী নারী। আহত হয়েছে তার মাও। সোমবার (১১ মার্চ) বিকেলে শহরের বৈদ্যঘোনা এলাকার ওই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নালার পানি চলাচল নিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা-কাটাকাটি হয় শহরের বৈদ্যঘোনা এলাকার আয়েশা বেগম নামে নারীর। পরে প্রতিবেশী জাহাঙ্গীর আলম, সাজ্জাদ আলম, আনোয়ার হোসেন, সায়েমসহ প্রায় ১০ থেকে ১২ জন আয়েশা বেগমকে মারধর শুরু করে। বিষয়টি দেখে মাকে বাঁচাতে এগিয়ে আসলে আয়েশা বেগমের অন্তঃসত্ত্বা মেয়ে সাইরিন জাহানকেও মারধর শুরু করে। এক পর্যায়ে সাইরিনের তলপেটে লাথি মারেন জাহাঙ্গীর। পরে স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে। অন্তঃসত্ত্বা সাইরিন এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। তার মাথাও ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সাইরিনের মা আয়েশা বেগমকেও মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছালে বোরহান উদ্দিন রব্বানী নামে স্থানীয় এক সাংবাদিকের ওপরও হামলা চালানো হয়। কেড়ে নেয়া হয় তার ব্যবহৃত মোবাইলও।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় আইনগত মামলা প্রক্রিয়াধীন বলে জানায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।
৪ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
১৫ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৯ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
১৯ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
৩৫ দিন ১৮ মিনিট আগে
৩৭ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৭ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে