আদমদীঘিতে ৭ শ্যালোর পাম্প চুরি, দিশেহারা কৃষক ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে নন্দীগ্রাম ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাদকের বিরুদ্ধে খোকসার ওসির জিরো টলারেন্স ঘোষণা সুন্দরবনের ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক: জিম্মি থাকা দুই জেলে উদ্ধার। প্রিয়জন সামাজিক সেবামূলক সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আশাশুনিতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা ছাত্র নেতা শামীমকে হত্যা চেষ্টার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সংবাদ সম্মেলন আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস প্রধান উপদেষ্টা কাল কাতার যাচ্ছেন গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন যেকোনো দিন : চিফ প্রসিকিউটর মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম একনেকে ২৪ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন ১৯ দিনে প্রবাসী আয় প্রায় ২১ হাজার কোটি টাকা গরমে ত্বকের যত্নে উপকারী উপায় ঐকমত্য কমিশনের সুপারিশের পর ইসিকে নির্বাচনী কাজ শুরুর আহ্বান এনসিপির রাজবাড়ীতে ওটিপি প্রতারণায় ৮ লাখ টাকা ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগ। রাজবাড়ীতে দশম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার। রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আত্ম প্রকাশ ও নবীন বরণ

কক্সবাজারে আট মাসে প্রবাসীরা পাঠিয়েছে ১১২৩ কোটি টাকা

চলতি অর্থবছরের প্রথম আট মাসে বিভিন্ন দেশে অবস্থানরত কক্সবাজার জেলার প্রবাসীরা ১০২.৩ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে বলে তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবারের (১৯ মার্চ) আন্তর্জাতিক ডলারের রেট অনুযায়ী, ১ ডলার সমান ১০৯ টাকা ৭৬ পয়সা হিসেবে ১০২.৩ মিলিয়ন মার্কিন ডলারের বাংলাদেশি টাকার ভিত্তি দাঁড়ায় ১ হাজার ১২৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, রেমিট্যান্স গ্রহণে চট্টগ্রাম বিভাগে কক্সবাজারের অবস্থান অষ্টম।


বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারির তথ্য বলছে, কক্সবাজারের ৯ উপজলায় রেমিট্যান্স সুবিধাভোগী প্রায় ৬৩ হাজার ৮৯৯টি পরিবার। সুবিধাভোগীর ক্ষেত্রে গ্রামাঞ্চলের ৩৭ হাজার ২৭৭ পরিবারের বিপরীতে চার পৌর অঞ্চলে এই সুবিধা পান ২৬ হাজার ৬২২ পরিবার।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠিয়েছে ১০২.৩ মিলিয়ন ডলার। এর মধ্যে- জুলাইতে ১৪.৯ মিলিয়ন ডলার (১৬৩ কোটি ৫৩ লক্ষ), আগস্টে ৮.৯ মিলিয়ন (৯৭ কোটি ৬৮ লক্ষ), সেপ্টেম্বরে ৭.৯ মিলিয়ন (৮৬ কোটি ৭০ লক্ষ), অক্টোবরে ১৫.৫ মিলিয়ন (১৭০ কোটি ১২ লক্ষ ), নভেম্বরে ১৩.১ মিলিয়ন (১৪৩ কোটি ৭৮ লক্ষ), ডিসেম্বরে ১৩.৯ মিলিয়ন (১৫২ কোটি ৫৬ লক্ষ), জানুয়ারিতে ১৬.২ মিলিয়ন (১৭৭ কোটি ৮০ লক্ষ) এবং সবশেষ ফেব্রুয়ারিতে ১১.৭ মিলিয়ন মার্কিন ডলার (১২৮ কোটি ৪১ লক্ষ টাকা)।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৩-২৪ অর্থবছরের শুরুতে প্রবাসী আয়ে কিছুটা নিম্নমুখী ছিল। তবে আগস্টের পর বৈধপথে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো ক্রমান্বয়ে বেড়েছে। খাত সংশ্লিটরা জানিয়েছে, আসন্ন দুই ঈদকে সামনে রেখে এই আয় আরও বাড়বে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়, প্রবাসী আয় প্রবাহ বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত। কারণ, প্রবাসী আয় বৈদেশিক লেনদেনের ভারসাম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, জাতীয় সঞ্চয় ও টাকার হাতবদলের মাত্রা বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

তথ্য বলছে, প্রবাসী আয়ের বেশির ভাগই জমা হয় বেসরকারি ব্যাংকে। এর মধ্যে প্রথম স্থানে রয়েছে ইসলামী ব্যাংক, দ্বিতীয় অগ্রণী ব্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছে, বিভিন্ন দেশে এই তিন ব্যাংকের শাখা থাকায় সহজেই টাকা পাঠাতে পারেন প্রবাসীরা। অপরদিকে রাষ্ট্রায়াত্ব এবং অনেক বেসরকারি ব্যাংক এই সুবিধা চালু করতে পারেনি, সেকারণে রেমিট্যান্স গ্রহণে ব্যাংকগুলো পিছিয়ে পড়ছে।

জানতে চাইলে বাংলাদেশ কৃষি ব্যাংক কক্সবাজার শাখার ব্যবস্থাপক সাখাওয়াত আলী বলেন, ‘চলতি অর্থবছরে ৪৭ জন সুবিধাভোগীকে ৪৫ লক্ষ ৯১ হাজার রেমিট্যান্সের অর্থ বিতরণ করেছি। আসন্ন ঈদ ও কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স আরো বাড়বে।’

আরও খবর



ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

১৯ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে



কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

৩৪ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে