কক্সবাজার জেলা নৌ স্কাউটস এর উদ্যোগে মেহনতী মানুষের মধ্যে ইফতার বিতরণ সম্পন্ন হয়েছে।
শুক্রবার(২২শে মার্চ) বিকাল ০৫ ঘটিকার সময় কক্সবাজার শহরের হলিডে মোড় এবং শহিদ স্মরনী সড়কের ঘুনগাছতলাস্থ স্থানে ইফতার বিতরণ করে কক্সবাজার জেলা নৌ স্কাউটস এর নৌ স্কাউটস এবং নৌ রোভার স্কাউটস সদস্যগন।
উক্ত ইফতার বিতরণ কার্যক্রমে নৌ স্কাউটস ও নৌ রোভার স্কাউটস সদস্যরা সর্বমোট ১২০জন মেহনতী মানুষের মাঝে ইফতার বিতরণ করে।
এসময় সার্বিক তত্বাবধানে ছিলেন কক্সবাজার জেলা নৌ স্কাউটস এর জেলা নৌ স্কাউটস সচিব লেঃ নাহিদ হাসান, বি এন। নেতৃত্ব প্রদান করেন কক্সবাজার জেলা নৌ স্কাউটস এর জেলা নৌ স্কাউটস লিডার ইলিয়াস বিন সোলায়মান, উডব্যাজার।
জেলা নৌ স্কাউটস লিডার ইলিয়াস বিন সোলায়মান বলেন, "ইফতার বিতরণ কক্সাবাজার জেলা নৌ স্কাউটস এর একটি নিয়মিত কার্যক্রম। তার ধারাবাহিকতায় আমরা এই বছরও ৬০ জন নৌ স্কাউটস ও নৌ রোভার স্কাউটস সদস্যদের নিয়ে ১২০জন মেহনতী মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। কক্সবাজার জেলা নৌ স্কাউটস এই ধরনের সামাজিক কার্যক্রমের সাথে নিয়মিত যুক্ত রয়েছে।"
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শাহজাদি রোমেনা, গার্ল ইন নৌ স্কাউটস লিডার, শাফকাত শাহরিয়ার রশিদ, সহকারী ইউনিট লিডারসহ সিনিয়র নৌরোভার মেট, নৌরোভারমেট সহ আরো অনেকেই।
৪ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১৯ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৪ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৭ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
৩৭ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে