জাতি গড়ার কারিগর হবেন কিন্তু অবৈধ পন্থায় যদি সেটি হয় তাহলে জাতির আর মেরুদণ্ড সোজা হবেই বা কি করে! শিক্ষক নিয়োগ পরীক্ষা কিংবা অন্য যে কোন নিয়োগ পরীক্ষায় অনেক পরীক্ষার্থী এখন অবৈধ ডিভাইস নিয়ে পরীক্ষা দিতে বসে। আজ শুক্রবারও এমন দুজন অবৈধ ডিভাইস নিয়ে পরীক্ষার হল থেকে ধরা পড়েছে পুলিশের হাতে।
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়
কক্সবাজার সিটি কলেজ থেকে নকল করার ডিভাইসসহ ওই ২ পরীক্ষার্থী আ’টক হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) কক্সবাজার সিটি কলেজের সমাজ বিজ্ঞান ভবনের ৪০২ নম্বার কক্ষ থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দুজন হলেন খুরুশকুলের নুরুল হক ও চকরিয়ার তৌহিদুল ইসলাম।
কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানার পরে পুলিশের মাধ্যমে সন্দেভাজন দুই জনকে তল্লাশী করলে হাতের বাহুর নিচে লুকানো অবস্থায় একটি টু ওয়ে কানেক্টেড ডিভাইস পাওয়া যায়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তাপ্তি চাকমাসহ পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়।
ক্য থিং অং আরও বলেন, ঘড়ি মোবাইল বা ইলেকট্রনিকস কোন কিছু নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা থাকলেও তারা এ কাজ করেছে। এটা খুবই অন্যায়।
৪ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ২৫ মিনিট আগে
১৫ দিন ৮ ঘন্টা ৬ মিনিট আগে
১৯ দিন ১০ ঘন্টা ২৬ মিনিট আগে
১৯ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৪ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৭ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
৩৭ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে