কক্সবাজারে প্রাইমারি টিচার্স প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণরত এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে) সকালে সদর হাসপাতালে ওই শিক্ষিকা মৃত্যুবরণ করেন।
শিক্ষিকা নাসরিন সুলতানা (৩০) পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের উত্তর পূর্ব সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারাইয়াকাটা পূর্ব সবজীবন পাড়া এলাকার মৃত মোহাম্মদ আলমের মেয়ে।
মৃত শিক্ষিকার বড় ভাই নাছির উদ্দীন জানান, পিটিআইয়ে প্রশিক্ষণ অবস্থায় অসুস্থ হলে কর্তৃপক্ষ কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। ডাক্তারদের দেয়া তথ্য মতে আমার বোনের ফুসফুসে কফ জমে যাওয়ায় তাকে আইসিইউতে রাখেন। আজ সকালে আমার বোন মৃত্যুবরণ করে।
জানা যায়, ২০২৩ সালে নাসরিন সুলতানা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষিকা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে একই বছর জানুয়ারি মাসে উত্তর পূর্ব সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। ২০২৪ শিক্ষাবর্ষের জানুয়ারিতে বিটিপিটি প্রশিক্ষণের জন্য কক্সবাজার জেলা প্রাইমারি টিচার্স প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে কক্সবাজার জেলা প্রাইমারি টিচার্স ইনস্টিটিউটের (পিটিআই) সুপার আবদু রউফ বলেন, শিক্ষিকা নাসরিন সুলতানা অসুস্থ হলে হোস্টেলে অবস্থানরত প্রশিক্ষণার্থী শিক্ষকরা হাসপাতালে নিয়ে যান। সকালে তিনি মারা যান। তিনি ২০২৪ শিক্ষাবর্ষে ‘খ’ শাখার রোল নম্বর ৪৯ প্রশিক্ষণার্থী ছিলেন। তিনি ব্যক্তি জীবনে অবিবাহিতা বলে পারিবারিক সূত্রে জানা যায়।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বারইয়াকাটা সবজীবন পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে উক্ত শিক্ষিকার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে সবজীবন পাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৩ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
১২ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে
১৪ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে
১৮ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৮ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৪ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩৬ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৬ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে