ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে একদিন বন্ধ থাকার পর সোমবার থেকে সচল হয়েছে কক্সবাজার বিমান বন্দর। বিকেল আড়াইটায় ঢাকা হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাত্রী নিয়ে ইউএস বাংলার একটি উড়োজাহাজ কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করে। এরপর আর কোন উড়োজাহাজ ঢাকা থেকে ছেড়ে আসেনি।
বিমান বন্দরের এক কর্মকতা জানান, ঘূর্ণিঝড় রিমালের কারণে বিমান বন্দরে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তিনি জানান, বৈরী আবহাওয়ার মাঝে ইউএস বাংলার একটি উড়োজাহাজ অবতরণ করলেও সকালের দিকে নভোএয়ারে একটি উড়োজাহাজ কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করতে না পেরে আবার ঢাকায় ফিরে গেছে।
কক্সবাজার ঢাকা রুটে প্রতিদিন চব্বিশটি ফ্লাইট উঠা নামা করে। এছাড়াও কয়েকটি কার্গো ফ্লাইট পরিচালিত হয় কক্সবাজার বিমান বন্দর থেকে।
এর পূর্বে গত শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কক্সবাজার বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধের কথা জানান কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা।
এরপর আজ সোমবার দুপুর থেকে বিমান চলাচল স্বাভাবিক হলে ইউএস বাংলার একটি বিমান অবতরণ করে। তবে বৈরী আবহাওয়ায় গত ৪ ঘন্টা পেরিয়ে গেলেও আসেনি কোন বিমান। এয়ার এস্ট্রা একটি বিমান ছাড়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে ঢাকা ছেড়ে আসেনি বলে জানা গেছে একটি সূত্রে।
৩ দিন ১৮ ঘন্টা ৫৮ মিনিট আগে
১২ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৪ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
১৮ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৮ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৪ দিন ১০ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩৬ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৬ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে