ছেলেটিকে জীবন থেকে নেওয়া
মেয়েটিকেও তাই
ছেলেটি রোজ দু'বেলা খাবারের সন্ধানে কারখানায় খাটে,
মেয়েটাও মাসিক আটহাজার টাকায় গার্মেন্টসে মেশিন ঘোরায়।
অথচ ওদের ভাগ্য পরিবর্তনের মেশিন কেউ ঘোরায় না।
ধরুন ছেলেটি কোনও বড়লোক ঘরের,
ধরুন মেয়েটাও তাই।
যদি ওরা প্রেমিক যুগল হতো,
কবিতার হাতছানি দিয়ে ডেকে নিতো একে অপরকে,
মুগ্ধতায় হারিয়ে যেতো অন্য জগতে।
কিন্তু বাস্তব বড়ই কঠিন, ছেলেটির হাতে ফুলের বদলে কারখানার কালি !
মেয়েটির হাতে একটি কবিতার বইয়ের পরিবর্তে সেলাই মেশিন !
চরিত্রগুলো জীবন থেকে নেয়া,
চরিত্রগুলো সাদা-কালো
চরিত্রগুলো আমি, আপনি অথবা আমাদের চারপাশের।
সোমা মুৎসুদ্দী
লেখক ও আবৃত্তিকার
নন্দনকানন, চট্টগ্রাম৷
৭ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৯ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৭ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
২৯ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
২৯ দিন ২৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৩২ দিন ১৯ ঘন্টা ১ মিনিট আগে
৩৩ দিন ১৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩৮ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে