নীলফামারীর ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ ‘ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়’-এর বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ই ফেব্রুয়ারী) সকালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বার্ষিক মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান সুমন। এতে সভাপতিত্ব করেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম।
বিদ্যালয়ের মুসলিম ছাত্রদের আয়োজনে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন—ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম, ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুদ্দিন হোসাইনী সুফী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম, মোঃ আব্দুল আজিজ, মোঃ হারুন অর রশীদ, মোঃ মেহের-উল হোসেন প্রমুখ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকবৃন্দ।
মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকার সুস্বাস্থ্য ও ছাত্রবৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়। এর আগে, বিদ্যালয়ের ছাত্রদের অংশগ্রহণে হামদ ও নাত পরিবেশন করা হয়।
৩ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ৪২ মিনিট আগে
১১ দিন ৫৬ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
১২ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে