রংপুর বিভাগীয় পথনাট্য উৎসবে রংপুর পদাতিক নাট্য সংসদের আয়োজনে নীলফামারীর শতবর্ষী সংগঠন ডোমার নাট্য সমিতির পরিবেশনায় মঞ্চায়িত হয়েছে মিলন চৌধুরী কর্তৃক রচিত নাটক ‘যায় দিন ফাগুনো দিন’।
রবিবার (৩রা মার্চ) সন্ধ্যা ৭টায় রংপুর শহরের টাউন হল চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারে রংপুর পদাতিক নাট্য সংসদের আয়োজনে মিলন চৌধুরীর রচিত নাটকটি মঞ্চস্থ করে ডোমার নাট্য সমিতির নাট্যদল। যা দর্শক প্রশংসা অর্জন করেছে।
মোঃ মিজানুর রহমান সোহাগ ও আরমিন আক্তার জাহানের নির্দেশনায় এবং মাসুদ বিন আমিন সুমনের শিল্প নির্দেশনায় নাটকটির আবহ সংগীতে ছিলেন—পরশ কুমার চন্দ। এছাড়াও নাটকটির ব্যবস্থাপনায় ছিলেন প্রবীণ সাংবাদিক মোঃ মোজাফফর আলী।
‘যায় দিন ফাগুনো দিন’ নাটকে ‘গায়েন’ চরিত্রে পরশ কুমার চন্দ, বায়েন হিসেবে সত্যেন্দ্রনাথ রায়, রাজা চরিত্রে মাসুদ বিন আমিন সুমন, মন্ত্রী চরিত্রে নীরঞ্জন রায়, দেশপ্রেমিক যুবক চরিত্রে মোঃ মিজানুর রহমান সোহাগ, লাঠিয়াল চরিত্রে জগবন্ধু রায় ও আকাশ অভিনয় করেন। এছাড়া জনতা চরিত্রে আরমিন আক্তার জাহান, মনজুর আলম, রওশন রশীদ, নাশিদ আকবর তৃষা, প্রিন্স চাকলাদার, রুমান সহ আরও অনেকে অংশগ্রহণ করেন। নাটকটির নৃত্য পরিবেশনায় ছিলেন মোঃ ফেরদৌস।
৩ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ৪২ মিনিট আগে
১১ দিন ৫৬ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
১২ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে