স্বামী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করায় পাক-হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত বীর মাতা যুদ্ধে বিশেষ অবদান রাখার পরেও রাষ্ট্রীয় স্বীকৃতি (গেজেট ভুক্তি) ছাড়াই না ফেরার দেশে পাড়ি জমালেন নীলফামারীর ডোমার উপজেলার বীরাঙ্গনা অজিফা বেগম।
আজ বুধবার (৬ই মার্চ) ভোর ৫টায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছরেরও বেশি। রেখে গেলেন এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী।
বীরাঙ্গনা অজিফা বেগম ডোমার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কচুয়ার ডাঙ্গার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের স্ত্রী। তবে মহান মুক্তিযুদ্ধে পাকবাহিনীর হাতে ধর্ষণের শিকার হলে আইনুল হক তাকে তালাক দেন। পরে বাবা-মায়ের অনুরোধে পুনরায় বিয়ে করতে বাধ্য হন তিনি।
জানা যায়, গত ৪ঠা মার্চ মাগরিবের আজানের সময় বাড়ি সংলগ্ন চিলাহাটি-গোমনাতী রাস্তা পারাপারের সময় হঠাৎ পেছন থেকে একটি অটোরিকশা এসে ধাক্কা দিলে তিনি গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন। সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অজিফা বেগম।
৩ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
৪ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
১১ দিন ৪২ মিনিট আগে
১১ দিন ৫৬ মিনিট আগে
১১ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
১২ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
১২ দিন ২১ ঘন্টা ৫১ মিনিট আগে