গাইবান্ধা সদর উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদ আল হাসান।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে বল্লমঝাড় ইউনিয়নের মাঠেরপাড় বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান মালিক এবং ব্যাবসায়ী পরিবারের সাথে কথা বলেন এবং তাদেরকে সান্তনা দেন।
পাশাপাশি ক্ষতিগ্রস্ত পুনর্বাসনে এবং দোকান মালিকরা যেন পূণরায় স্বাভাবিকভাবে ব্যবসার কার্যক্রম পরিচালনা করতে পারে সেজন্য সরকারি তহবিল থেকে দ্রুত সহায়তা প্রদানের আশ্বাস দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহমুদ আল হাসান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী জুবায়ের হোসেন, বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান, ১ নং ওয়ার্ড সদস্য মোস্তাফিজুর রহমান পলাশ, ওয়ার্ড সদস্যা মাজেদা বেগম, বিএনপি ১ নং ওয়ার্ডের সভাপতি মজনু সরকার, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আজ সকালে গাইবান্ধা সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
১ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
১৬ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে