শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আসা ৩০ লক্ষ টাকার ভারতীয় শাড়ী, একটি মাইক্রো বাসসহ ৬ জনকে আটক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করে।
আটক কৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লসমনপুর এলাকার মোঃ মামলত আলীর ছেলে মোঃ আলী হাসান (২৬), একই থানার হাদিনগর এলাকার মৃত বরশেদ আলীর ছেলে মোঃ মোখলেছুর রহমান (৩৫), পাবনা জেলার ইশ্বরদী থানা সদরের মোঃ আলাউদ্দিনের ছেলে মোঃ মহসিন আলী (৪২), একই থানার পিয়ারাখালী এলাকার মোঃ দুলালের স্ত্রী মোছাঃ নূরজাহান খাতুন (৪৫), মৃত রবি শেখের মেয়ে মোছাঃ সীমা খাতুন (৪০) ও মৃত সৈয়দ আলীর মেয়ে মোছাঃ শাহিনু খাতুন (৪২)।
বর্ডার গার্ড বাংলাদেশ, রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর এ্যাডজুটেন্ট মোহাম্মদ নজরুল ইসলাম এর নেতৃত্বে ০৫ জনের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা চৌরাস্তা হতে ২০০ গজ পশ্চিমে মেইন রাস্তার উপর একটি মাইক্রো বাস আটক করা হয়। আটককৃত মাইক্রো বাস হতে সোনামসজিদ স্থল বন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ৬ শ’ ৩০ টি বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ী উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লক্ষ টাকা। টহল দল উক্ত পাচারের সাথে সম্পৃক্ত ০৬ (ছয়) জন আসামী আটক করে।
গাড়ী ও আসামীসহ উদ্ধারকৃত মালামল কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
৩ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
৮ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
১০ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
১০ দিন ১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
১১ দিন ৪৭ মিনিট আগে
১১ দিন ১৬ ঘন্টা ৪ মিনিট আগে
১২ দিন ১৪ ঘন্টা ৬ মিনিট আগে
১২ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে