চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা নিয়ে যা বললেন জনপ্রশাসন মন্ত্রী আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি ৭০ কোটি ডলার মিলবে জুনে ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রস‌চিব নাগেশ্বরী পৌর যুব সংগঠনের আয়োজনে বাৎসরিক মিলনমেলা উৎসব নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার জয়পুরহাটে বাবা-ছেলেসহ পাঁচজনের যাবজ্জীবন জয়পুরহাটে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-৪ জগন্নাথপুরে চলছে কৃষক ও কৃষাণীরা ধান গোলায় তোলার উৎসব বিএনপির জনসমর্থন নেই, তাই তারা নির্বাচনেও নেই: হানিফ দোয়ারাবাজারে শিলাবৃষ্টির তাণ্ডব। শাহপরীরদ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৩৫ হাজার ইয়াবা জব্দ পত্নীতলায় ৭ দফা দাবীতে ঔষধ ব্যবসায়ীদের সকাল সন্ধ্যা বন্ধ ধর্মঘট নানা আয়োজনে মিডওয়াইফারি দিবস পালন করেছে কক্সবাজার হোপ ফাউন্ডেশন কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত কর্মবিরতিতে কক্সবাজার পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা একই কায়দায় ফোন নাম্বর ও সিরিয়াল লিখে এক রাতে ৮টি মিটার চুরি শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক চাহিদার প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির যতদিন সিম বন্ধ থাকলে মালিকানা চলে যায় দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

রমজানও মানছে জুয়াড়িরা : অর্ধশতাধিক স্পটে জুয়ার আসর, নিশ্চুপ থানা-পুলিশ


জামালপুরের ইসলামপুর উপজেলায় মাহের রমজানও মানছে জুয়াড়িরা। উপজেলার ১২টি ইউনিয়নে অন্তত অর্ধশতাধিক স্পটে জুয়াড়িরা দেদারচ্ছে চালাচ্ছে 

জমজমাট জুয়া খেলার আসর। হত্যাসহ পুলিশ এসল্ট মামলার আসামিও এসব জুয়া খেলার আসরের নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। জুয়া খেলার টাকা জোগাতে জুয়াড়িরা কয়েকটি চুরির ঘটনাও ঘটিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জুয়া নিরোধে দীর্ঘদিন ধরে পুলিশী অভিযান না থাকায় জুয়াড়িরা পবিত্র মাহের রমজানও মানছে না। অন্তত অর্ধশতাধিক স্পটে অবাধে চলছে জুয়া খেলা। তবে থানার-পুলিশের দাবি, জুয়া খেলা নিরোধে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। কোথায় জুয়া খেলা হচ্ছে মর্মে তথ্য তাঁদের জানা নেই। 


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সাপধরী ইউনিয়নের মণ্ডলপাড়া গুচ্ছগ্রামে, গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে পরিত্যক্ত জমিতে এবং শিশুয়া গ্রামের জুয়া খেলার আসর বসিয়ে আসছে পেশাদার জুয়াড়িরা।জুয়া খেলার টাকা জোগাতে জুয়াড়িা সম্প্রতি ইউনিয়নের কাঁসারীডোবা এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটিয়েছে।  


গোয়ালেরচর ইউনিয়নের বেলাকীপাড়া, কুমিরদহ, মিতালী বাজার, খয়াদিরচর, সভারচর, গাইবান্ধা ইউনিয়নের গোয়ারপাড়া, আগুনেচর, আদর্শ গ্রামে, 

বেলগাছা ইউনিয়নের মুন্নিয়াচর এলাকায় প্রতিদিন জুয়া খেলা হচ্ছে।


চরপুটিমারী ইউনিয়নের চিনারচর বাজার, ডিগ্রিরচর সকাল বাজার, পেচারচর, বেনুয়ারচর নামাপাড়া, সরদারপাড়া, দশানীর নদীপাড়ে জুয়া খেলার আসর বসায় জুয়াড়িরা। এছাড়া নোয়ারপাড়া, চরগোয়ালিনী, চিনাডুলী, ইসলামপুর সদর, পলবান্ধা, পাথর্শী, কুলকান্দী ইউনিয়নের বিভিন্ন স্পষ্টে জুয়া খেলার আসর বসানোর কথা জানা গেছে।



নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, 'ইসলামপুর থানায় পুলিশ এসল্ট এবং হত্যা মামলার কতিপয় আসামির নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে জুয়া খেলা হচ্ছে। 


সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম মণ্ডল বলেন, 'জুয়া খেলার আসর বসানোর কথা লোকমুখে শোনেছি। তবে কোথায় কেবা কারা জুয়া খেলার আসর বসিয়ে আসছে, সেটা জানা যায়নি।'


ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, জুয়াড়িরা পবিত্র রমজান মাসও মানছে না। মাঝে মধ্যেই খবর শুনি জুয়া খেলা হচ্ছে।'


চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার বলেন, 'জুয়াড়িরা চুরি করে জুয়া খেলার আসর বসিয়ে থাকে। কেউ কেউ জুয়া খেলে সবর্শান্ত হয়ে পরিবারের নানাবিধ অশান্তি সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে পুলিশী অভিযান না থাকায় জুয়াড়িরা দেদারচ্ছে জুয়া খেলছে।'


স্থানীয়দের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে জুয়াড়িরা তাদের খেলার ধরন বদলে ফেলেছে। জুয়াড়িরা বিশেষ কৌশল গ্রহণ করছে। আগে টাকার স্তূপ সামনে রেখে খেলা হলেও এখন টাকা থাকে পকেটে। হিসাব রাখে খাতায়। খেলা শেষে জয়-পরাজয় অনুযায়ী টাকার ভাগবাটোয়ারা হয়।


জামালপুর জজ আদালত ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী মোহাম্মদ মানিক মিয়া বলেন, আইনের দৃষ্টিতে জুয়া খেলা শুধু একটিমাত্র অপরাধ হলেও এটিকে ঘিরে আরও অনেক অপরাধের সৃষ্টি হয়ে থাকে। চুরি, ছিনতাই ও ডাকাতি থেকে শুরু করে পারিবারিক সহিংসতা এবং সামাজিক অস্থিরতা তৈরির নেপথ্যে জুয়া অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে থাকে।


ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'জুয়া খেলার আসর কোথাও আছে বলে খবর পাওয়া যায়নি। তবে জুয়া খেলা যাতে না হয়, সেবিষয়ে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।'


ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস বলেন, 'জুয়া খেলার আসর বসানোর বিষয়টি আমাদের জানা নেই। তবে জুয়া খেলার তথ্য পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।'



আরও খবর
ইসলামপুরে ৭ জুয়াড়িকে আদালতে সোপর্দ

২ দিন ২১ ঘন্টা ৩২ মিনিট আগে


ইসলামপুরে হেরোইন ব্যবসায়ী গ্রেপ্তার

৭ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে