মো: হিরু মিয়া
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও বিদ্যালয়ের মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং নলডাঙ্গা রাজবাড়ী পার্ক এ্যান্ড রিসোর্ট এর স্বত্তাধিকারী মোঃ ইমদাদুল হক সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো: আনোয়ারুল আজীম আনার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা, কালিগন্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ,জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় আগত অতিথিরা তাদের বক্তব্যে শিক্ষার বিকাশ ও শিক্ষার মান উন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে সরকারি অনুদানের অর্থ বিতরণ করা হয়।
১১ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
২৫ দিন ১৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫১ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৬৭ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৭৭ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে
১২০ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে
১৪২ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
১৪৭ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে