জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট এলাকার জাহানারা প্লাজা মার্কেটের মোবাইল ডিলার মাহবুব ট্রেডার্সের শোরুম থেকে চুরি হওয়া ৬০ লাখ টাকার
১৯৫টি মূল্যবান স্মার্টফোন ও নগদ ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধারসহ দু'জন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় নিজ সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার টমটম ব্রীজ এলাকার রাব্বির ছেলে কবির হোসেন ও দেবিদার উপজেলার গঙ্গানগর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে মোহাম্মদ রিপন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) খুব সকালে চোরের দল জয়পুরহাট শহরের জিরো পয়েন্টের জাহানারা প্লাজা মার্কেটের প্রধান ফটকের তালা কাটে। এরপর মাহবুব ট্রেডার্সের মোবাইলের শোরুমের কয়েকটি তালা কেটে মূল্যবান স্মার্টফোন চুরি করে। খবর পেয়ে তাৎক্ষণিক জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ কবির নামে একজনকে আটক করে। এরপর তার দেওয়া তথ্যমতে পাঁচবিবির পাঁচমাথা এলাকা থেকে রিপনকে আটকসহ ১৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
২২ ঘন্টা ২ মিনিট আগে
২২ ঘন্টা ২৯ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে
২০ দিন ৫৫ মিনিট আগে