দস্যুতা চক্রের মূলহোতাসহ ০৩ জন দস্যুকে গ্রেফতার করেছে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের অভিযানিক দল।
ইজি বাইকে যাত্রি বেশে থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চালককে রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে ইজি বাইক ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় নওগাঁ জেলার বদলগাছি থানাধীন দুধকুড়ি এলাকা থেকে তিন দস্যুকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, বদলগাছি থানাধীন খাদাইল গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে মোঃ হেলাল হোসেন(৪২), নন্দাহার গ্রামের মৃত নীল চাঁদ মন্ডলের ছেলে মোঃ হেলাল উদ্দিন(৪৪) ও বগুড়া জেলার আদমদিঘী থানাধীন ছাতনী(তালুকদার পাড়া) এলাকার মোঃ মন্টু তালুকদারের ছেলে মোঃ কালাম তালুকদার(৩৬)।
শনিবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামী হেলাল নওগাঁ ও জয়পুরহাট জেলার দস্যুতা চক্রের মূলহোতা। ১ নভেম্বর ভোরবেলা বদলগাছির দুধকুড়ি এলাকায় ইজি বাইকে যাত্রি বেশে থেকে হেলাল, হেলাল উদ্দিন, কালাম ও আবু হাসান ছোরার ভয় দেখিয়ে জোর পূর্বক ইজি বাইক ছিনিয়ে নেয় এবং ইজি বাইকের চালক খলিলুর রহমানকে রশি দিয়ে বেঁধে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে দিলে, তার ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলের আশেপাশে চারজন দস্যুকে ঘিরে ফেলে।
এ সময় র্যাবের টহল দল ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনগণকে নিয়ে আসামী তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং একজন কৌশলে পালিয়ে যায়। ছিনতাইকৃত ইজি বাইক, দস্যুতার কাজে ব্যবহৃত রশি এবং চারটি ছোরা উদ্ধার করা হয়েছে। যাহা আলামত হিসেবে জব্দ করা হয়।
এ চক্রের পালিয়ে যাওয়া আসামিকে ধরতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বদলগাছি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
২২ ঘন্টা ২ মিনিট আগে
২২ ঘন্টা ২৯ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
৪ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ১৪ মিনিট আগে
১৩ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
২০ দিন ৫৫ মিনিট আগে