চট্টগ্রাম কেইপিজেড পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা যেভাবে চিনবেন ভুয়া অ্যাপ শুল্ক নিয়ে ট্রাম্প ও মার্কিন প্রশাসনকে চিঠি দেবে বাংলাদেশ গাজায় গণহত্যা : জবিতে নো ওয়ার্ক কর্মসূচি, ক্লাস-পরীক্ষা স্থগিত সড়কে মৃত্যুর মিছিল বন্ধ হোক ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে 'ShieldHer' এর সংহতি ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ সংহতি জানিয়ে ধর্মঘটের ডাক মাভাবিপ্রবি শিক্ষার্থী ও প্রশাসনের ডোমারে সড়ক সংস্কারকাজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ইসরায়েলি হামলায় ছিন্ন-ভিন্ন হয়ে যাচ্ছে গাজাবাসীর দেহ আদমদীঘিতে ভ্রাম্যমান আদালতে পাঁচ মাদকসেবীকে জেল-জরিমানা ঝিনাইগাতীতে মেলায় জুয়ার আসর উচ্ছেদে যাওয়ায় পুলিশের ওপর হামলা চিলাহাটিতে ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শাজাহানপুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ মণ পলিথিন জব্দ !!! চৌদ্দগ্রাম হোটেল টাইম স্কয়ার এবং হোটেল তাজমহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান. কাঠের জীপ গাড়ি তৈরি করে তাক লাগিয়েছন অভয়নগরের আসলাম হোসেন ডোমারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ ফিলিস্তিনিদের পক্ষে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সংহতি প্রকাশ, ক্লাস-পরীক্ষা বন্ধ শ্যামনগরে এসএসসি পরীক্ষার প্রস্তুতি সভা ইসলামপুরে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ইউএনওর অ্যাকশন নাগেশ্বরীতে দুধকুমার নদীতে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ

লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তা বাজার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ ।





নড়াইলের লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা চৌরাস্তা বাজার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী পথে বসেছে। 


বুধবার (৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো: জহুরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায়ের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অভিযানে অংশগ্রহণ করেন। এ অভিযানে লোহাগড়া পৌরসভা কর্তৃপক্ষও অংশগ্রহণ করেন। 

অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ স্হাপনা উচ্ছেদকল্পে মাইকিং করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীরা তাদের স্ব স্ব স্হাপনা সরিয়ে নেন। 


এ বিষয়ে চায়ের দোকানদার ঝন্টু খান বলেন, ' আমার পরিবারে ৯ জন সদস্য, ঋণ করে মহাসড়কের পাশে চায়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলাম, প্রশাসন আমার চায়ের দোকানটি ভেঙে দেওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছি'। 


মুরগী ব্যবসায়ী নাসির উদ্দীন বলেন, 'মহাসড়কের পাশে  খাঁচা বানিয়ে মুরগীর ব্যবসা করে আসছিলাম, প্রশাসন দোকানটি ভেঙে দেওয়ায় আমার রোজগারের পথ বন্ধ হয়ে গেল। 


কাঁচামাল ব্যবসায়ী নাঈম বলেন, 'ফুটপাতে বসে কাঁচা মালের ব্যবসা করছিলাম, পৌর কর্তৃপক্ষ অবৈধ স্হাপনা উচ্ছেদ করায় আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীরা পথে বসেছে। 


ফল ব্যবসায়ী বিল্লাল ও সাদ্দাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা লক্ষীপাশা চৌরাস্তার ফূটপাতে ফলের ব্যবসা করে আসছি। আজ আমাদের স্থাপনা উচ্ছেদ করে দেওয়ায় বিপদগ্রস্ত হয়ে পড়েছি। কোথায় কি করবো বুঝে উঠে পারছি না। পরিবার নিয়ে খুব কষ্টে জীবন যাপন করতে হবে। 


অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি মহাসড়কের পাশে যে সমস্ত বৈদ্যুতিক খুঁটি ও ল্যাম্পপোস্ট রয়েছে এগুলো দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এগুলো অপসারণ না করলে অবৈধ স্থাপনা উচ্ছেদের সুফল পাওয়া যাবে না। 


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো: জহুরুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, লক্ষীপাশা বাজার এলাকা একটি দুর্ঘটনা প্রবন এলাকা। বিভিন্ন সময়ে লক্ষীপাশা চৌরাস্তা এলাকার মহাসড়কের উপর দুর্ঘটনা ঘটে  থাকে। রাস্তাটি প্রসস্থ করার উদ্দেশ্য আজকের এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন সড়কের পাশে যারা অবৈধ স্থাপনা গড়ে ব্যবস্থা করে আসছিল। তাদেরকে বিভিন্ন সময়ে মাইকিং করে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দিলেও সময়মত স্থাপনা সরিয়ে নেয়নি তারা। যার কারণে আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও খবর