কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ঈদুল ফিতরের নামাজ শেষে মোনাজাত করার সময় সামছুল রহমান (৬০) নামের এক মুসুল্লির মৃত্যু হয়েছে।
শনিবার ( ২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার কেরামতিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। তবে ধারনা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে পারেন। নিহত ওই মুসুল্লির বাড়ি নাগেশ্বরী পৌরশহরের সেনপাড়া এলাকায়।
জানা গেছে, সকাল ১০টার দিকে ঈদুল ফিতরের নাজাজ শুরু হয়। নামাজ শেষে মোনাজাত করার সময় ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পরেন। তবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারনা করছেন স্থানীয় মুসুল্লিরা। পরে নিহতের স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে। বিকেলের দিকে তাকে দাফন করা হতে পারে।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি বলেন, সকালে ঈদের নামাজ শেষে মোনাজাত করার সময় এক ব্যক্তি মারা গেছেন।
১৩০ দিন ৬ ঘন্টা ৫২ মিনিট আগে
১৩২ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
১৩৪ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩৭ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩৮ দিন ৬ ঘন্টা ১ মিনিট আগে
১৩৮ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
১৪৩ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
১৪৩ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে