ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় সাইদুল ইসলাম নামের এক যুবদল নেতাকে আটক করেছে কচাকাটা থানা পুলিশ।
শুক্রবার (১৯ মে) সকালে এ তথ্য নিশ্চিত করছেন কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা। আটক ওই যুবদল নেতা কচাকাটা ইউনিয়ন যুবদলের আহবায়ক বলে জানা গেছে।এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে তাকে আটক করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, যুবদল নেতা সাইদুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যঙ্গ করে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নানান বিষয়ে প্রচারণা চালান। বিষয়টি কচাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কচাকাটা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আতাউল রহমানের নজরে আসে। পরে তিনি গতকাল বৃহস্পতিবার থানায় এজাহার দায়ের করেন। যার মামলা নং ৯। সেই মামলায় তাকে আটক করা হয়।
কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক যুবদল নেতাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে।ওই নেতাকে আজ আদালতে সোপর্দ করা হবে।
১৩০ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে
১৩২ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
১৩৪ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩৭ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
১৩৮ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৩৮ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪৩ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪৩ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে