কুড়িগ্রামে যাত্রাপুর ও পাঁচগাছী ইউনিয়নে ৫ শতাধিক দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে ।মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্পেক্ট্রা ইন্টা: লি: এর ডিপুটি জেনারেল ম্যানেজার মামুন -উর- রশীদ, রংপুর ডিপো ইনর্চাজ ইমাম হোসেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর ও ইউপি সদস্য রহিম উদ্দীন হায়দার রিপন প্রমুখ।
চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর বলেন, সদর উপজেলার মধ্যে সবচেয়ে শীতে কষ্টে পড়ে আমার ইউনিয়নের মানুষ। কেননা বেশির ভাগ মানুষ নদী তীরবর্তী এলাকায় বসবাস করেন। এখানে ঠান্ডাও অনেক। এসব মানুষের কথা চিন্তা করে স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেড এখানে শীতবস্ত্র বিতরণ করলো। সরকারের পাশাপাশি এসব কোম্পানি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে আসলে শীতার্ত মানুষের আর কষ্ট হবে না।
স্পেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের ডিপুটি জেনারেল ম্যানেজার মামুন -উর-রশীদ বলেন, প্রতিবছর শীতে এখানকার মানুষ অনেক কষ্টে পড়ে। তাদের কথা চিন্তা করে আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর খালিদ হোসেন খাঁন ৫ শতাধিক কম্বল শীতার্ত মানুষের জন্য দিয়েছেন। তা আজ বিতরণ করা হলো।
১৩০ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে
১৩২ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
১৩৪ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩৭ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
১৩৮ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৩৮ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪৩ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪৩ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে