রমজান মাসকে ঘিরে কুড়িগ্রামের বাজারগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের বাজার তদারকি দল।
শনিবার(১১ মার্চ) দুপুরে কুড়িগ্রামের জিয়া বাজার,আদর্শ পৌর বাজার,খলিলগঞ্জ বাজার,রাজারহাট বাজারসহ বিভিন্ন বাজারে যৌথ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পন্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার,মজুদ পরিস্থিতি,বাজারে পন্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কুড়িগ্রাম জিয়া বাজারের চাল ব্যবসায়ী হযরত রাইস এজেন্সিকে ভোক্তা অধিকার আইনে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন,'রমজান মাস উপলক্ষে এ ধরনের তদারকি আমরা নিয়মিত অব্যাহত রাখবো। রমজানে সাধারণ ভোক্তারা যাতে বেশি মূল্য দিয়ে পন্য না কেনেন সেই বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।'
জেলা প্রশাসনের এ অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী। সহকারী পুলিশ সুপার মো. সুমন রেজা, কুড়িগ্রাম ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মোস্তাফিজুর রহমান,সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ।
১৩০ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে
১৩২ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
১৩৪ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩৭ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
১৩৮ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৩৮ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১৪৩ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে
১৪৩ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে