জন্মভূমি
এম ইয়াকুব হাসান অন্তর
◾◾◾
একটাই কথা আমি কইবো
একটাই গান আমি গাইবো,
সে আমার তুমি
আমার প্রিয় জন্মভূমি।।
কথার কাকলি পেরিয়ে
পাখ-পাখালি মাঠ বন ছাড়িয়ে
আমি যেথায় যাই
সে যে আমার জন্মভূমি
তোমায় দেখতে পাই।
আমি আসবো আমি গাইবো
আমি চুমিবো তোমার চরণ ভূমি।।
সুরের মোহনা পেরিয়ে
কখনো যদি যাই হারিয়ে
আমি যেন পাই ফিরে ফিরে
সে আমার তুমি
আমার প্রিয় জন্মভূমি।
আমি শুনব আমি লিখব
তুমি যে আমার মা
তোমার কোলে মরবো আমি।।
১৩ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
২৪ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৬ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৫৩ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৫৭ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
৬০ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৬০ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
১০৭ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে