গত রাতে অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নুনু মিয়ার নির্দেশে এস আই মিজানুল হক,এস আই শৈলেস দাস ও এস আই সাদরুল হাসান সংগীয় ফোর্সের সহায়তায় লাখাই থানাধীন তেঘরিয়া গ্রামের পশ্চিম বন্দ হতে জুয়া খেলার সময় জুয়া খেলার সামগ্রী ও জুয়া খেলায় ব্যবহৃত নগদ টাকা সহ জুয়ারি ১। মোঃ ফারুক (২৯), পিতা- ছোয়াব আলী, ২। এংরাজ মিয়া (৬২), পিতা- মৃত গনি মিয়া, ৩। মজিবুর রহমান (৫৫), পিতা- মৃত আলী হোসেন, ৪। মোঃ হেলিম মিয়া (৪২), পিতা- মহরম আলী, ৫। জাহির মিয়া (৪৮), পিতা- মৃত ছোরাব আলী, সর্বসাং- তেঘরিয়া, থানা- লাখাই, জেলা- হবিগঞ্জদের আটক করেন।আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক অদ্য আদালতে সোর্পদ করা হয়েছে। লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়া জানান মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
১৩ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
২৪ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৬ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৫৩ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৫৭ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
৬০ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৬০ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
১০৭ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে