স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদে মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে হবিগঞ্জে আজিমুশশান শানে রিসালাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত শহরের পৌর অডিটরিয়ামে সিরাজনগর দরবার শরীফের তরিকত ভিত্তিক সংগঠন আনজুমানে সালেকীন বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপ-মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সুলতানুল মোনাজিরিন, পীরে তরিকত আল্লামা ছাহেব ক্বিবলাহ্ সিরাজনগরী (হাফিজাহুমুল্লাহ)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা মুফতী শেখ শিব্বির আহমদ আল-ক্বাদরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মনিরুজ্জামান। স্বগত বক্তব্য রাখেন শেখ ফারুক মিয়া।
মাওলানা আলী নেওয়াজ আল কাদেরী ও মুফতী মুজিবুর রহমান আল কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে বক্তব্য রাখেন মাওলানা আফসার আহমদ কাওসারী, মাওঃ শেখ মোশাহিদ আলী, মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ জুবায়ের আহমদ রহমতাবাদী, মাওঃ মতিউর রহমান হেলালী, মাওঃ গোলাম মোস্তফা নবীনগরী, মাওঃ সাহাব উদ্দিন, মাওঃ আলী মুহাম্মদ চৌধুরী, মাওলানা নুরুল আবছার চৌধুরী, মাওঃ ইরফান আলী, মাওঃ আবু জাফর সাদেক খান, মাওঃ নিজাম উদ্দিন, মাওঃ আব্দুস সাত্তার নূরী, মাওঃ রোমান আহমদ চৌধুরী আল-ক্বাদরী, মাওঃ সৈয়দ হোসেন, মাওঃ মুফতী জুবায়ের আহমদ, মাওঃ মুফতি শাহ আলম জিহাদী প্রমূখ।
পবিত্র কুরআন মজিদ তিলাওয়াত করেন মাওলানা গোলাম রব্বানী। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন আলী আহমদ রেজা মাহদী। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আল্লামা ছাহেব ক্বিবলাহ্ সিরাজনগরী (হাফিজাহুমুল্লাহ)।
১৩ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
২৪ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৪৬ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৫৩ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
৫৭ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
৬০ দিন ৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৬০ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
১০৭ দিন ১৬ ঘন্টা ১ মিনিট আগে