নারিকেল গাছ পরিষ্কার করে সংসার চালায় লাখাইর মজজুল হোসেন ।
লাখাই উপজেলা বুল্লা ইউনিয়ন এর ভরপূর্নী গ্রামের মজলুল হোসেন ২০০৪ সাল থেকে নারিকেল গাছ পরিষ্কার করার কাজকে পেশা হিসাবে বেছে নেয়। তখন থেকে সে গ্রামে গ্রামে ঘুরে মানুষের নারিকেল গাছ পরিষ্কার করে আসছে। আর এ কাজের আয়ে তাঁ সংসার চালিয়ে আসছেন। যা আয় হতো তাতে তার ৬ সদস্যের পরিবারের ভরনপোষণ কোনমতে চলতো।কিন্তু বর্তমানে জীবনযাত্রার ব্যয় বেড়ে গেলেও সে অনুযায়ী আয় বাড়েনি তাই কষ্টে জীবন চালাতে হচ্ছে। পঁয়ত্রিশোর্ধ মজলুল হোসেন জানান আমার পৈতৃক ভিটা লাখাই উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়ন এর ভরপূর্নী গ্রামে হলেও বর্তমানে আমি করাব ইউনিয়নের করাব গ্রামে শশুরালয়ে বসবাস করেছি। আমার পরিবারে স্ত্রী, ২ ছেলে ও২ মেয়ে রয়েছে। আমার নিজস্ব কোন জমিজমা নেই। এ পেশাই আমার অবলম্বন। প্রতিদিন গ্রামে গ্রামে ঘুরে মানুষের নারিকেল গাছ পরিষ্কার করে আসছি।আকার ভেদে প্রতিটি গাছের মজুরি ৫০-৭০ টাকা এবং গড়পড়তা দিনে ১০-১৫ গাছ সাফ করতে পারি।এতে আমার দৈনিক আয় ৫০০-৬০০ টাকা।এ আয়ের মাধ্যমে আমাদের সংসার চলে। মজলুল হোসেন জানান এ কাজটি বেশ পরিশ্রমের ও ঝুঁকি রয়েছে। কিন্তু সে অনুপাতে মজুরি মেলে না।
২০ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৩১ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৩ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৬০ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬৫ দিন ৫৯ মিনিট আগে
৬৭ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৬৭ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে
১১৪ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে