লাখাইয়ে Warkshop on Awarness building to stop Tobacoo cosumtion and substance Abuse বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত।
লাখাইয়ে জেলা সিভিল সার্জন অফিস এর বাস্তবায়নে একদিনের কর্মশালা রবিবার(২৭ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাজরিন মজুমদার এর সভাপতিত্বে ও স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি অংশ নেন। কর্মশালায় ধুমপান,তামাক ও তামাকজাত দ্রব্য গ্রহন বন্ধে এবং তামাকজাত পণ্যের ক্ষতিকর প্রভাব, রোধে করনীয় বিষয়ে আলোচনা করেন মেডিকেল অফিসার ডাঃ মনজুরুল আহসান, ডাঃ ইয়াকুব সরকার। অংশগ্রহনকারীদের মধ্যে আলোচনায় অংশ নেন বামৈ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, শাহনেওয়াজ মেম্বার, বামৈ ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আব্দুল আহাদ।সভায় আলোচকবৃন্দ বলেন তামাক পন্যের ব্যবহার ও ধুমপানের ফলে নানাবিধ জটিল রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে জনগন। এর রোধকল্পে সকলের জনসচেতনতা সৃষ্টি করতে ঐক্যবদ্ধ প্রয়াস চালাতে হবে। প্রকাশ্যে জনবহুল স্থানে ধুমপান রোধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে।
২০ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৩১ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৩ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৬০ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬৫ দিন ৫৯ মিনিট আগে
৬৭ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৬৭ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে
১১৪ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে