লাখাইয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বিজয় দিবস।
হবিগঞ্জের লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্যদিয়ে জাতীয় বিজয় পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সুচনা করে। সকাল সাড়ে ছয়টায় উপজেলা পরিষদের অভ্যন্তরে কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও কৃষ্ণপুর বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, লাখাই উপজেলা মুক্তি যোদ্ধাবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসারভিডিপি ও বিভিন্ন সপ্রাবি, মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীবৃন্দরা কোঁচকাওয়াজ ও শারীরিক প্রদর্শন করা হয় এবং কোমলমতি ছাত্র/ ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পরে বেলা সাড়ে ১১ টায় লাখাই উপজেলা অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে এক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ করা হয়। আলোচনা সভায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাঃ কে এম শাহাদাতের সঞ্চালনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানার অফিসার ইনচার্জ এম এন মিয়া, বীর মুক্তি যোদ্ধা এডঃ সালাহ উদ্দীন, বীর মুক্তি যোদ্ধা কেশব চন্দ্র রায়,লাখাই প্রেসক্লাব সভাপতি এডঃ আলী নোয়াজ, লাখাই রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ, বীর মুক্তি যোদ্ধা তাজুল ইসলাম, মুক্তি যোদ্ধা শহীদ পরিবারের সন্তান আব্দুল মুবিন, আরো উপস্তিত ছিলেন লাখাই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ। বিকেলে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবলম্যাচ অনুস্টিত হবে মুক্তিযোদ্ধা বনাম উপজেলা পরিষদ। রাতে লাখাই উপজেলা অডিটরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়েছে মর্মে জানিয়েছেন উপজেলা পরিষদ। আলোচনা সভায় বক্তারা মহান বিজয় দিবস ওমুক্তি যুদ্ধের বিষয়ের উপর বিভিন্ন তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। এ ছাড়াও বিভিন্ন প্রার্থনালয়, মন্দির , এতিমখানায় বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। এবং মুক্তি যোদ্ধাদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
২০ দিন ৯ ঘন্টা ১৫ মিনিট আগে
৩১ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৫৩ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৬০ দিন ১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬৫ দিন ৫৯ মিনিট আগে
৬৭ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে
৬৭ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে
১১৪ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে