জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, বুধবার। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর স্লোগান- ‘শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য’। জাতীয় শ্রমিক লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু দিবসের কর্মসূচি সফল করতে শ্রমিক লীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংগঠনটির প্রথম সভাপতি নির্বাচিত হন প্রখ্যাত শ্রমিক নেতা নুরুল হক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সুযোগ্য প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি। তাছাড়া জেলা ও মহানগরের সকল নেতা ও নেত্রীবৃন্দ উপস্থিত থেকে ও বক্তব্য রেখে আয়োজনকে সাফল্য মন্ডিত করেন।
৬৫৬ দিন ১৫ মিনিট আগে
৬৬৯ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে
৬৮৩ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৮৫ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
৬৮৬ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে
৬৮৬ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৬৮৬ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে