জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, হত্যা, হামলা ও মামলার প্রতিবাদে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ সফল করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জে প্রস্তুতি সভা, উপজেলাগুলোতে ওয়ার্ড পর্যায়ে প্রচারপত্র বিতরণ, জনসংযোগ, পথসভা করছেন নেতাকর্মীরা। নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা কারো শত্রু না, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ। কারো সঙ্গে আমাদের দ্বন্ধ নেই। আমরা শান্তির্পূণ ও সুশৃঙ্খল পরিবেশে সমাবেশ করতে চাই। এ জন্যে আমরা প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করছি। সংবিধানের সবটুকু অধিকার আমরা পেতে চাই। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মশিউর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েতউল্লাহ কালম ও যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারসহ জেলা ও মহানগর বিএনপি’র নেতা কর্মীরা। অনেক নাটকীয়তার পর ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ১৫ই অক্টোবর দুপুর ১ঃ৩০ ঘটীকায় সমাবেশের অনুমতি মিলেছে।
অন্যদিকে আজ বিকেল ৩টায় মহানগর আওয়ামী লীগ এবং আগামীকাল জেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ করে। নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে সমাবেশ করতে অনুমতি নিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। সমাবেশ সফল করতে প্রচারও চালানো হচ্ছে। এদিকে দু'পক্ষের সমাবেশকে ঘিরে সাধারণ মানুষের যেন ক্ষতি না হয় সেই দাবি জানিয়েছেন জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন কালাম।
৬৫৬ দিন ১৮ মিনিট আগে
৬৬৯ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে
৬৮৩ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
৬৮৫ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে
৬৮৬ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
৬৮৬ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে
৬৮৬ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে