মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে যে তথ্য জানালেন ফারুকী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লালপুরে বিক্ষোভ উত্তাল শ্যামনগরে বাংলাদেশ স্কাউট দিবস পালিত গোমস্তাপুরে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনায় দুই মামলা, গ্রেপ্তার ৪৯ Devastated Gaza: Where is Global Humility? জয়পুরহাটে স্ত্রীকে দিয়ে সাংবাদিক ও ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করালেন আ.লীগ নেতা ট্রাম্পের দুই কর্মকর্তা আসছেন ঢাকায় চৌদ্দগ্রামের ইউএনও জামাল হোসেনের প্রচেষ্টায় সরছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বর্জ্যের ভাগাড়. ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ আইজিপির গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৬০ ফিলিস্তিনির শরীরের শক্তি বাড়াতে যে ৬ খাবার খাবেন চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ব্যবহার হয় যে দেশে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত বাহিনীর ডেরায় কোস্টগার্ডের অভিযান, অস্ত্র ও গুলি জব্দ ঝিনাইগাতীতে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতাকে ফাঁসাতে গিয়ে দুই নারী জেল হাজতে তরুণ কবি আল আমিন- বিদ্রোহী ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে লোহাগাড়া যুবদলের বিক্ষোভ অনু্ষ্ঠিত। কুলিয়ারচরে পুরুষ শূন্য বাড়িতে প্রতিপক্ষের হামলায় তিন নারী আহত মাদকমুক্ত তারুণ্যই হবে আগামীর বাংলাদেশ!!!

ধর্ম গোপন করে মুসলিম তরুণীর সাথে প্রেম, বিয়ে, মুচলেকা দিয়ে তরুনকে বিদায়

ধর্ম গোপন করে মুসলিম তরুণীর সাথে প্রেম, বিয়ে, মুচলেকা দিয়ে তরুনকে বিদায়


নিজ ধর্ম গোপন করে মুসলিম তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তরুণ রবি দেবনাথ।তরুণ -তরুণী দুজনই ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।আর সেখানেই তাদের পরিচয়।আর ধর্ম গোপন করেই প্রেম চালিয়ে যান রবি।এরিমধ্য প্রেমিকাকে বিয়েও করেন রবি দেবনাথ।


ঈদে রবি দেবনাথ তার বন্ধু ও বন্ধুর স্ত্রীকে নিয়ে বেড়াতে আসেন শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির লোকজনের কাছে তরুণের ধর্ম গোপনের বিষয়টি ধরা পড়ে যায়। মারধরের শিকার হয়ে গত শুক্রবার রাতে মুচলেকা দিয়ে রক্ষা পান তিনি। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইলে গাঙ্গাইল ইউনিয়নে।


হিন্দু ধর্মাবলম্বী তরুণের বাড়ি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায়।তার পিতার নাম অখিল দেবনাথ। 


তরুণীর পারিবারিক সুত্রে জানা যায়,রবি ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই কারখানায় চাকরি করতেন মুসলিম ওই তরুণী।আর সেখানেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অবশেষে প্রেমের সম্পর্ক গড়ায় বিয়েতে।


গত ২১ জুন রবি ধর্ম গোপন করে আট লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন তরুণীকে। ঈদের আগে গ্রামের বাড়িতে এসে বিয়ের কথা পরিবারকে জানান ওই তরুণী। পরিবারের লোকজন বরকে আসতে বলেন। 


গত বৃহস্পতিবার (২৯ জুন)ঈদের দিন দুপুরে রবি তাঁর বন্ধু হামিদুর ও তাঁর স্ত্রী লিপিকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। আপ্যায়নের সময় বন্ধু ও তাঁর স্ত্রীর কাছ থেকে জানা যায়,বর রবি হিন্দু ধর্মাবলম্বী। 


বিষয়টি এলাকায় জানাজানি হলে রবি দেবনাথ ক্ষমা চেয়ে শ্বশুরবাড়ি থেকে চলে যেতে চান। এলাকার লোকজন বরসহ তিনজনকেই আটকে রাখেন। গতকাল শুক্রবার রাতে তরুণীর পরিবারের কাছে মুচলেকা দিয়ে রক্ষা পান রবি দেবনাথ।


রবি দেবনাথ সাংবাদিকদের বলেন, ‘ধর্ম গোপন না করলে আমি হয়তো প্রেমিকাকে পেতাম না।’ তবে বিষয়টি মারাত্মক ভুল হয়েছে স্বীকার করে ক্ষমা চান তিনি।


এ বিষয়ে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নয়ন বলেন, ঘটনাটি জানতে পেরে প্রতারক রবির কাছ থেকে মুচলেকা আদায় করে বিদায় দেওয়া হয়েছে।

Tag
আরও খবর