কক্সবাজারের রামুতে ‘মারকাজ আল রাহমা‘ জামে মসজিদ উদ্বোধনী করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাইমুম সরওয়ার কামাল এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন-আলহাজ্ব এজাজুল ওমর চৌধুরী (বাট্টু মিয়া) মসজিদের জন্য জমি দান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই মসজিদ প্রতিষ্ঠায় তুরস্কের দাতাসহ স্থানীয় পর্যায়ে যারা অবদান রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামু রেলওয়ে স্টেশনের পাশে মল্লানর বিল বাট্টু মিয়া নগরে এ মসজিদ প্রতিষ্ঠা হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পবিত্র জুম্মার নামাজের পর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারকাজ আল রাহমা মসজিদের জমিদাতা রামু বাইপাস নাহার ফাইলিং স্টেশনের স্বত্বাধিকারী আলহাজ্ব এজাজুল ওমর চৌধুরী (বাট্টু মিয়া)।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রামু রাজারকুল আজিজলুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহসেন শরীফ (হাফিজাহুল্লাহ), রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর চৌধুরী,
রামু থানার অফিসার ইনচার্জ ওসি আবু তাহের দেওয়ান,
মসজিদের দাতাদের মধ্যে তুরস্কের ইস্তাম্বুলের বাসিন্দা আলহাজ্ব ইব্রাহিম ম্যাচ, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান সামশুল আলম, ফতেখানকুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, রাজারকুল ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান, রামু বনিক সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক,
খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ,
রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৌলানা বকতিয়ার আহমদ, রাজারকুলের সাবেক চেয়ারম্যান শহিদুল্লাহ সিকদার। অনুষ্ঠানে জেলার বরেণ্য ওলামায়েকেরাম, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও মুসল্লিগন উপস্থিত ছিলেন।
পরে হুুইপ রামুর কাউয়াখোপ বাজার পরিদর্শন ও চাকমারকুলে একটি হোমিও ক্লিনিকের উদ্বোধন করেন।
৪ দিন ১৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৯ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১৪৫ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪৯ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫৪ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৬১ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
১৬২ দিন ১৬ ঘন্টা ৮ মিনিট আগে
১৬২ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে