মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরার বিনায় কৃষি বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে বাংলাদেশের লবনাক্তপ্রবণ উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল ফসলের অভিযোজন এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি দুপুরে বিনা সাতক্ষীরা উপ-কেন্দ্র’র প্রশিক্ষণ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কৃষি বিশ্ব বিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ মোঃ হাদিউজ্জামান, সাতক্ষীরা কৃষি গবেষণা কেন্দ্র ঊধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মন্ডল, ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ব্রাঞ্চ ম্যানেজার ধীরাজ মোহন রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান, মিলন কুমার প্রমুখ।
প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক মন্দা সৃষ্টি হতে চলেছে সেক্ষেত্রে দেশের খাদ্য নিরাপত্তায় নিজেদেরকেই ভূমিকা রাখতে হবে। অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ বলেন, জমির চরিত্র অনুযায়ী জমির অবস্থা নির্ণয় করতে হবে। এবং সেই অনুযায়ী কৃষির প্রসার ঘটাতে হবে।
২২ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ২ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ১৪ মিনিট আগে