মাদক, সন্ত্রাস, নাশকতা, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, সার্বিক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখাসহ বিভিন্ন ক্যাটাগড়িতে শেরপুর জেলায় ২য় বারের মতো আবারো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী থানার ওসি মোঃ মনিরুল আলম ভূঁইয়া। ১২ এপ্রিল বুধবার দুপুরে শেরপুর জেলা পুলিশের আয়োজনে শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মার্চ/২০২৩ মাসের শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ওসি মনিরুল আলম ভূঁইয়ার হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ বিষয়ে ওসি মনিরুল আলম ভূঁইয়া জানান, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। থানার সকল সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। তিনি শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগেও তিনি জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওসি মনিরুল আলম ভূঁইয়া ৭ এপ্রিল ২০২২ ইং তারিখে ঝিনাইগাতী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। অপরদিকে একইদিনে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে ঝিনাইগাতী থানার এসআই মাসুদ রানাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
২ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৬ মিনিট আগে